বাংলা নিউজ > দেখতেই হবে > হলুদ ট্যাক্সিতে কার জন্য অপেক্ষা করছেন যশ

হলুদ ট্যাক্সিতে কার জন্য অপেক্ষা করছেন যশ

ইয়াঁরিয়া-২ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করছেন যশ দাশগুপ্ত। এই ছবিতে যশের নায়িকা ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা কুমার। বৃহস্পতিবার ছবির প্রচারে কলকাতায় হাজির হয়েছেন দিব্যা। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে পৌঁছে গিয়েছিলেন যশ। হলুদ ট্যাক্সিতে করে যশের সঙ্গে বিমানবন্দর থেকে বের হন দিব্যা খোসলা কুমার। বিমানবন্দর থেকে কালীঘাটের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দিব্যা ও যশ। সেখান থেকে যশ-দিব্যা গিয়েছিলেন শহরের এক নামী মিষ্টির দোকানে। দিব্যা বলেন, আজ যশই আমায় কলকাতা ঘোরাবে, কারণ এটা ওঁর শহর। জানা যাচ্ছে, শুক্রবারও ইয়াঁরিয়ার প্রচারে কলকাতাতেই থাকবেন দিব্যা।