Updated: 07 Apr 2024, 04:10 PM IST
Satyen Pal
ভোটের দিনই তো আমার ছেলেটা মারা গেল, এবার কীভাবে ভোট দেব? কোচবিহারে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের আগে কান্না মায়ের। অথচ এই দিনটা আসার কথা ছিল না। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের একটা মুহূর্তই সবকিছু পালটে দিয়েছে দুলালী কারজির জীবনে। দিনহাটার প্রথম খণ্ড ভাগনিতে ভোটকেন্দ্রের কাছেই দুষ্কৃতীদের গুলিতে মারা যান ছেলে চিরঞ্জিত। মায়ের সঙ্গে কথা বললেন ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র সত্যেন পাল।