Updated: 28 Feb 2023, 10:40 PM IST
লেখক Priyanka Mukherjee
গত নভেম্বরে মেয়ের মা হয়েছেন বিপাশা বসু। এখন মেয়েকে নিয়েই সারাক্ষণ ব্যস্ত অভিনেত্রী। মেয়ের সঙ্গে কাটানো নানান মুহূর্তের ঝলক সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করে নেন বঙ্গ সুন্দরী, তবে মেয়ের মুখ এখনও প্রকাশ্যে আনেননি তিনি। সোমবার ইনস্টায় একটি মিষ্টি ভিডিয়ো শেয়ার করেছেন নতুন বাবা-মা। দেবীর শৈশবকে চিরকাল আঁকড়তে ধরে রাখতে অভিনব পন্থা অবলম্বন করেন জুটিতে। চটজলদি জমে যাওয়া রঙিন কাদার তালে একরত্তি মেয়ের হাত-পা ডুবিয়ে সেই ছাপ ধরে রাখলেন করণ-বিপাশা। দেখুন সেই আদুরে মুহূর্ত-