Updated: 28 Jun 2023, 10:13 PM IST
লেখক Priyanka Mukherjee
সোজা রথের দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বালিগঞ্জ ইসকন মন্দিরে রথের রশিতে টান দিয়েছিলেন নুসরত জাহান। উল্টো রথের দিন বরিসহাট ইসকনে দেখা মিলল সাংসদের, দিলেন সম্প্রীতির বার্তা। পরনে কচি কলাপাতা রঙা সালোয়ার কামিজ, নুসরতের গলায় রজনীগন্ধার মালা। এদিন আরতি সারলেন তারকা সাংসদ, সাক্ষী থাকলেন জগন্নাথদেবের নামসংকীর্তণের।