বাংলা নিউজ > দেখতেই হবে > বায়োস্কোপ > Uorfi Javed Video: মাথায় ঘোমটা! খালি পায়ে লালবাগচা রাজা-র দরবারে উরফি জাভেদ, হতবাক নেটিজেনরা

Uorfi Javed Video: মাথায় ঘোমটা! খালি পায়ে লালবাগচা রাজা-র দরবারে উরফি জাভেদ, হতবাক নেটিজেনরা

শুক্রবার লালবাগচা রাজা-র দর্শনে হাজির উরফি। ঘোমটায় মুখ ঢেকে এদিন মন্দির চত্বরে দেখা মিলল বিগ বস ওটিটি খ্যাত তারকাকে। গণপতি বাপ্পার আরতিও সারেন অভিনেত্রী। উরফির এহেন রূপ দেখে তাজ্জব নেটিজেনরা। শরীর ঢাকা পোশাকে সচরাচর দেখা মেলে না উরফির। গণেশ চতুর্থীর দিন বন্ধু প্রতীক সহজপালের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে হাজির হয়েছিলেন উরফি, এবার হাজির লালবাগের গণেশ মন্দিরে। শুধু উরফি নয়, এদিন সানি লিওন, শিল্পা শেট্টি রাও হাজির ছিলেন বাপ্পার দর্শনে।