Updated: 12 Oct 2023, 10:58 PM IST
Ranita Goswami
আগামী মাসেই বিয়ে করছেন 'গাঁটছড়া'র রুক্মিণী অর্থাৎ অভিনেত্রী শ্রীপর্ণা রায়। জানা যাচ্ছে, নভেম্বরের শেষে, অগ্রহায়ন মাস পড়তেই বিয়ে করবেন তাঁরা। তবে বিয়ে নিয়ে এখনই খুব বেশিকিছু বলতে নারাজ শ্রীপর্ণা রায়। একপ্রচার চুপিচুপিই বিয়েটা সারতে চলেছেন তিনি। এমনকি ঘনিষ্ঠ মহলেও বিয়ে নিয়ে বিশেষ কিছু আলোচনা করছেন না শ্রীপর্ণা। তবে জানা যাচ্ছে, অনলাইন ঘটকালি সংস্থার হাত ধরেই এই বিয়েটা হচ্ছে।