Updated: 02 Apr 2022, 08:58 PM IST
লেখক Sritama Mitra
মহারাষ্ট্র জুড়ে ঢোলের তাল দিকে দিকে। মারাঠিদের কা... more
মহারাষ্ট্র জুড়ে ঢোলের তাল দিকে দিকে। মারাঠিদের কাছে আজকের দিনটি নববর্ষ হিসাবে পালিত হয়। সেই উলক্ষ্যেই 'গুডি পাড়ওয়া'র উৎসবে মেতে উঠেছে মহারাষ্ট্র। মারাঠিদের বিখ্যাত নাচ লেজিমের ঝলক দেখা গেল সেখানের বিভিন্ন রাস্তায়। নাগপুরেও উঠে এল এই নাচের দৃশ্য। এদিন নাগপুরের রাস্তায় ঢোলের তালে মাততে দেখা গেল পুরুষদের সঙ্গে মহিলাদেরও।