Updated: 03 Jun 2022, 06:38 PM IST
লেখক Sritama Mitra
বাঁকুড়া জেলার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল এ... more
বাঁকুড়া জেলার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল এর পড়ুয়া অর্ণব গড়াই রাজ্যে মাধ্যমিকে যুগ্ম প্রথম হয়েছেন। জেলা জুড়ে এই মেধাবীকে ঘিরে রয়েছে উচ্ছ্বাস। স্কুল থেকে শুরু করে পরিচিতদের মধ্যেও খুবই আনন্দ ধরা পড়েছে অর্ণবকে ঘিরে। উচ্ছ্বসিত এই ছাত্র নিজেও। ২০২২ সালে মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী অর্ণব জানালেন কীভাবে নেওয়া উচিত মাধ্যমিকের প্রস্তুতি। দিলেন এই টিপসগুলি।