ইতিহাসের স্মৃতিচারণ থেকে আত্মবলিদানের কথা, কেবল বাংলাকে ভালোবেসে বহু মানুষ জড়ো হলেন বাংলাদেশের শহিদ মিনারের সামনে। চলল পদযাত্রা, বাজল গান। বিশেষ দিনের সাক্ষী থাকতে এপার থেকে গিয়েছেন অনেকেই। এসেছেন বিদেশিরাও। বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান জমজমাট।