বাংলা নিউজ > দেখতেই হবে > পঞ্জাবি রীতি মেনে সাত পাক ঘুরলেন দৃশা-করণ, জমিয়ে নাচ সানি-ধর্মেন্দ্রর, রিসেপশনে হাজির বলি তারকারা

পঞ্জাবি রীতি মেনে সাত পাক ঘুরলেন দৃশা-করণ, জমিয়ে নাচ সানি-ধর্মেন্দ্রর, রিসেপশনে হাজির বলি তারকারা

১৮ জুন, রবিবার পঞ্জাবি রীতিনীতি মেনে দীর্ঘদিনের বান্ধবী দৃশা আচার্যের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সানি দেওলের পুত্র করণ। এদিন সন্ধ্যায় তাঁদের রিসেপশন অনুষ্ঠিত হয়। সেখানে রণবীর দীপিকা, সলমন খান, আমির খান সহ বলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতারা উপস্থিত ছিলেন।