Updated: 08 Apr 2022, 10:50 PM IST
লেখক Sritama Mitra
মুম্বইয়ের বিখ্যাত কাপুর পরিবারে বিয়ের তারিখ পাকা হ... more
মুম্বইয়ের বিখ্যাত কাপুর পরিবারে বিয়ের তারিখ পাকা হয়েছে বলেই গুঞ্জন! ঋষি-পুত্র রণবীর কাপুরের বিয়ের খবরে রীতিমতো আলোড়ন পড়েছে বলিউডে। এদিকে, বিয়ের কার্ড থেকে গয়না নিয়ে বহু জল্পনা রয়েছে। যদিও ছেলে বিয়ে নিয়ে মুখ খোলেননি মা নীতু সিং। এদিকে, কাপুর পরিবারের আরও এক সদস্য করিনাকে সদ্য দেখা গেল মুম্বইতে। তিনি বান্ধবী মালাইকা আরোরাকে দেখতে তাঁর বাড়িতে গিয়েছিলেন। উল্লেখ্য, সদ্য গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন মালাইকা আরোরা।