বাংলা নিউজ >
দেখতেই হবে >
এই যে ওটা আমার বিছানা! ম্যাট্রেস নিয়ে কেয়ারটেকারের সঙ্গে 'ঝটাপটি' পুচকে হাতির
Updated: 19 May 2022, 11:22 PM IST
লেখক Sritama Mitra
বিবাদ,সংঘাতের নিত্যদিনের খবরে অনেকেই বিরক্ত হন! তব... more
বিবাদ,সংঘাতের নিত্যদিনের খবরে অনেকেই বিরক্ত হন! তবে 'বিবাদ' আর 'সংঘাত' -এর এই মিষ্টি ছবি অনেকেরই মন মজিয়ে দিতে পারে! এই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে পুচকে হাতি যেই না দেখেছে তার পছন্দের ম্যাট্রেসে শুয়ে পড়েছেন তার কেয়ারটেকার ওমনি হয়েছে হাতির গোঁসা! নিজের এলাকা থেকে চার পা ডিঙিয়ে বেরিয়ে এসে সোজা পা দিয়ে ধাক্কা কেয়ার টেকারকে। দাবি, উঠে যেতে হবে ওই ম্যাট্রেস থেকে। চলল খুনসুটি, মারপিট! মজা করছিলেন কেয়ারটেকারও! এরকম করে খানিকক্ষণ 'ঝটাপটি' করার পর শেষে অভিমান হয়ে হাতি চলে যায় দূরে। পরে আবার দেখা যাচ্ছে সেই হাতিকে নিয়ে এসে ম্যাট্রেসে আদার করে শুইয়ে দিয়েছেন কেয়ারটেকার। হাতিটিকে জাপ্টে জড়িয়ে ধরে শুয়ে পড়েন তিনি। জনৈক নেটিজেন 'ডক্টর সম্রাট গৌড়া আইএফএস'-এর শেয়ার করা এই ভিডিয়ো টুইটারে আসতেই তা ভাইরাল হয়েছে।