Updated: 05 Jul 2022, 09:39 PM IST
লেখক Sritama Mitra
এই ঘটনা পঞ্জাবের মানসা জেলার। জলের মধ্যে দিয়ে তখন বিদ্যুৎ খেলে যাচ্ছে। আর সেখানেই হাঁটা চলা করছিল এই গরুটি। সেখানে একটি গরু বর্ষার জলে চলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার দিকে যায়। এমন পরিস্থিতিতে পড়ে গিয়ে গরুটি কাতরাতে থাকে। মুহূর্তে এই ব্যক্তি ও তাঁর সঙ্গীসাথীরা এসে গরুটিকে রক্ষা করে। বিদ্যুতের 'শক' ততক্ষণে আহত করেছে গরুকে। যন্ত্রণায় কাতরাতে থাকে সে। তবে শেষমেশ বেঁচে যায় প্রাণে।