Updated: 06 Feb 2022, 09:42 PM IST
লেখক Sritama Mitra
তিনি চলে গিয়েছেন না ফেরার দেশে। আর রেখে গিয়েছেন তা... more
তিনি চলে গিয়েছেন না ফেরার দেশে। আর রেখে গিয়েছেন তাঁর অনন্ত সাম্রাজ্য। যে সম্রাজ্যের তিনি সুর-সম্রাজ্ঞী। ভারতীয় সঙ্গীতের মহারথী লতা মঙ্গেশকরের প্রয়াণে আজ গোটা দেশ শোকসন্তপ্ত। শোকের ছায়া তাঁর অসংখ্য গুণগ্রাহী থেকে ছড়িয়ে পড়েছে সঙ্গীত, চলচ্চিত্র, রাজনীতির জগতে। এহেন সঙ্গীত জগতের মহীরুহকে শেষ শ্রদ্ধা জানাতে আজ মুম্বইয়ের শিবাজি পার্কে ভিড় উপচে পড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে ভিভিআইপিরা শ্রদ্ধা জানান লতা মঙ্গেশকরকে। মুম্বইয়ের শিবাজি পার্কে এদিন লতা মঙ্গেশকরের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী মোদী।