অনেকেই বলছেন মুম্বই শহরে করোনা রোগীদের জন্য বে়ডের আকাল। হাপিত্যেশ করেও মিলছে না বেড। এই নিয়ে কার্যত হাল ছেড়ে দিলেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেদনেকর।
তিনি বললেন যে সবাইকে বেড দেওয়া যাবে না। শুধু ইমার্জেন্সি রোগী যারা, তাদের হাসপাতালে আসা উচিত। তিনি বলেন হাসপাতালেঅনেক রোগী আছেন, নানান চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। বিজেপি ইতিমধ্যেই বেডের অভাব নিয়ে প্রচার শুরু করেছে। তাই আগেভাগেই দায় ঝেড়ে নিলেন মুম্বইয়ের শিবসেনা মেয়র।
করোনা আক্রান্তের সংখ্যায় চিনকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র। মোট আক্রান্ত
মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত ৮৫,৯৭৫ যেটি চিনের সংখ্যাকে ছাড়িয়ে গিয়েছে। রাজ্যে করোনায় মারা গিয়েছেন ৩০৬০ জন। এর মধ্যে মুম্বইয়ে আক্রান্ত ৪৮,০০০ বেশি।