Delhi Theft Video: বাইকে করে এসে টানেলের মধ্যে গান পয়েন্টে ২ লাখ টাকা চুরি, ধৃত ৫, শিউরে উঠবেন ভিডিয়োয় Updated: 27 Jun 2023, 04:44 PM IST লেখক Ayan Das বাইকে করে এসে টানেলের মধ্যে গানপয়েন্টে ২ লাখ টাকা চুরি, গ্রেফতার ৫। এরকমই শিউরে ওঠার মতো ঘটনা ঘটল দিল্লির প্রগতি ময়দান টানেল। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে গিয়েছে। গত শনিবার সেই ঘটনা ঘটেছে। বিস্তারিত দেখুন ভিডিয়োয়-