HTLS 2023: চন্দ্রযান ৩-র সাফল্যে ১৪০ কোটি ভারতীয় মহাকাশচারী হয়ে যাননি, তবে…., বললেন মোদী Updated: 04 Nov 2023, 09:56 PM IST HT Bangla Correspondent চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের জেরে ১৪০ কোটি ভারতীয় মহাকাশচারী হয়ে যাননি। তবে তাঁদের মধ্যে আত্মবিশ্বাস এসেছে। ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট’-এ এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আর কী কী বললেন, শুনে নিন ভিডিয়োয় -