Updated: 31 Oct 2023, 03:48 PM IST
লেখক Ayan Das
'অবসর' নিল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ বাইসন। উড়ল শেষবারের মতো। অর্থাৎ বায়ুসেনার যে ৩টি মিগ-২১ যুদ্ধবিমান স্কোয়াড্রন ছিল, তার মধ্যে একটি 'অবসর' নিল। দুটি স্কোয়াড্রন আছে রাজস্থানের বিকানের ও সুরাটগঢ়ে। সেগুলি ২০২৫ সালে ‘অবসর’ নেবে। প্রতিটি স্কোয়াড্রনে ১৬-১৮ যুদ্ধবিমান আছে। ধীরে-ধীরে দেশীয় এলসিএ-এমকে১এ যুদ্ধবিমান অন্তর্ভুক্ত হবে বায়ুসেনায়। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -