Updated: 11 Aug 2023, 10:29 PM IST
Ranita Goswami
‘বাংলায় প্রস্থেটিক মেকআপ করে কাজ হয়েছে, তবে এখানে প্রস্থেটিক পেট। ওই পেটটা পরে আমি শ্যুটিংয়ের আগে ওয়ার্কশপ করেছিলাম। যাতে বিষয়টা ‘ন্যাচারাল’ লাগে। তবে যখন পেট পরে শ্যুটিং শুরু করলাম, তখন ওর ওজনই আমাকে দিয়ে সব করিয়ে নিয়েছিল। কোমরে ব্যাথা, অন্তঃসত্ত্বা হওয়ার ক্লান্তি, সবই ওই ভারী পেটের কারণে এসে গিয়েছিল। মনে হচ্ছিল, সত্যিই বোধহয় আমি অন্তঃসত্ত্বা, পেটের মধ্যে বাচ্চা বয়ে নিয়ে হাঁটছি। ওটা পরে ভোর ৬ থেকে রাত ১২ পর্যন্ত শ্যুট করার যে কী কষ্ট!’