আগেই প্যারালিম্পিক্সে ইতিহাস তৈরি করেছেন। এবার সোনার থেকে মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে ভাবিনা প্যাটেল। প্রথম ভারতীয় হিসেবে আগেই টেবিল টেনিসে পদক নিশ্চিত করেছেন ভাবিনা। তবে সেখানেই থামেননি ভাবিনা। নিশ্চিত করেছেন রুপোও। শনিবার টোকিও প্যারালিপিক্সে টেবিল টেনিসের সেমিফাইনাল জেতেন ভাবিনা। সেই জয়ের পর ফাইনালের বিষয়ে জানালেন। কী বললেন তিনি, দেখে নিন ভিডিয়োয় -