Updated: 20 Feb 2022, 10:33 PM IST
লেখক Sritama Mitra
ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিলেন এক স্থানীয়। আর ঠি... more
ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিলেন এক স্থানীয়। আর ঠিক তখনই রায়মঙ্গল নদী থেকে লোকালয়ে ঢুকছিল বাঘটি। লোকলয়ে প্রবেশের আগে নদীর চরে কর্মরত ওই চাষির উপর হামলা চালায় বাঘটি। ঘটনা সন্দেশখালির মনিপুর গ্রাম পঞ্চায়েতের আট নম্বর মিঠেখালি এলাকার। স্থানীয়দের দাবি, সেই সময় বাঘের মুখ থেকে কোনও রকমে ফিরে আসেন আহত চাষি। স্থানীয়দের মতে, রবিবার সকালে নদীর পাশে ঘোরাঘুরি করছিল একটি পূর্ণবয়স্ক বাঘ। সেই সময় গ্রামের কয়েকজন লাঠিসোটা নিয়ে ছুটে আসেন। পরে বাঘটি নদী সংলগ্ন একটি ঝোপের মধ্যে ঢুকে পড়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ ও খুলনা ফরেস্ট অফিসের কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে।