বাংলা নিউজ >
দেখতেই হবে >
Viral Video of Garba in Train : ইচ্ছে থাকলে, গরবা নাচ ট্রেনের কামরার মধ্যেও হতে পারে! ট্রেনযাত্রী মহিলাদের এই ছবি ভাইরাল
Updated: 28 Sep 2022, 10:56 PM IST
লেখক Sritama Mitra
ইচ্ছে যদি থাকে, তাহলে সব সম্ভব। উৎসব পালনের মতোই উৎসব ঘিরে উৎসাহও কিছু কম কথা নয়! আর সেই উৎসাহের উদাহরণ উঠে এল মুম্বইয়ের এই লোকাল ট্রেনে। মুম্বইয়ের কল্যাণ স্টেশন থেকে চলা ট্রেনের ভিতর এই নাচের ছবি ধরা পড়েছে। সেখানে কয়েকজন মহিলা মিলে ট্রেনের কামরাতেই গরবার তালে মেতে ওঠেন। সেই ভিডিয়ো অনেকেই মোবাইলের ক্যামেরায় বন্দি করেন। উৎসবের উচ্ছ্বাসের মধ্যে এই প্রাণখোলা নাচের আনন্দ যেন বাড়তি মাত্রা যোগ করছে। সকলের হাসি মুখে নাচের ছন্দে মাতোয়ারা হওয়ার এই দৃশ্য মোবাইল বন্দি হতেই তা ভাইরাল হয়েছে।