বাংলা নিউজ > দেখতেই হবে > Yash Dasgupta Interview: 'লোকে তো শাহরুখ খানকে নিয়েও ট্রোল করে', টলিউডের অন্দরের রাজনীতি নিয়েও বিস্ফোরক যশ

Yash Dasgupta Interview: 'লোকে তো শাহরুখ খানকে নিয়েও ট্রোল করে', টলিউডের অন্দরের রাজনীতি নিয়েও বিস্ফোরক যশ

টলিউডের গণ্ডি পেরিয়ে যশ এবার পা রাখছেন বলিউডে। সৌজন্যে ‘ইয়ারিয়াঁ ২’। ছবিতে দিব্যা খোসলা কুমারের নায়ক নুসরতের বেটার হাফ। টি-সিরিজের মতো নামী ব্যানারের নায়ক হতে নতুন সফর শুরু বাংলা টেলিভিশনের অরণ্যর। শুক্রবার দিনভর তিলোত্তমায় সারলেন ছবির প্রচার। শনিবার ‘ইয়ারিয়াঁ ২’-এর কাজে মুম্বই উড়ে গিয়েছেন। শহর ছাড়ার আগে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে একান্ত আড্ডায় ধরা দিলেন নায়ক।