বাংলা নিউজ > ভাগ্যলিপি > মিথুনের দৈনিক রাশিফল: শনিবার কেমন কাটবে আপনার? জানুন নিজের ভাগ্য

মিথুনের দৈনিক রাশিফল: শনিবার কেমন কাটবে আপনার? জানুন নিজের ভাগ্য

Gemini Horoscope Today: আজ মিথুন রাশির জাতকদের কেমন কাটবে, তা দেখে নিন।

Gemini Horoscope Today: আজ (শনিবার, ১ জুলাই) কেমন কাটবে মিথুন রাশির জাতকদের, তা জানাচ্ছেন জ্যোতিষীরা। সার্বিকভাবে কেমন দিন কাটবে; প্রেমজীবন, স্বাস্থ্য ও কেরিয়ার কেমন থাকবে, তা জেনে নিন।

মিথুন রাশি- ধৈর্য ধরুন। বেশি রেগে যাবেন না। চাকরির ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে পারেন। কাজ বাড়বে। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। অজানা ভয়ে বিব্রত থাকবেন। মনে শান্তি থাকবে। কথোপকথনে ধৈর্য ধরুন। কথাবার্তায় কঠোরতার প্রভাব থাকবে। আয় কমে যাবে। পরিবারের সমর্থন পাবেন।

শনিদেবের পুজো

আপাতত মকর, মীন এবং কুম্ভ রাশির উপর শনির সাড়েসাতি চলছে। কর্কট এবং বৃশ্চিক রাশির জাতকদের উপর শনি ঢাইয়া চলছে। শনির ঢাইয়া এবং শনির সাড়েসাতির দ্বারা পীড়িত জাতকদের আর্থিক, মানসিক এবং শারীরিক কষ্ট হতে পারে। শনিবার ওই রাশির জাতকরা শনিদেবের পুজো করলে শুভ ফল লাভ করবেন। মকর এবং কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। তাই বলা হয়, ওই দুই রাশির জাতকদের উপর শনির মহাদশার প্রভাব কম পড়ে। তাঁদের কম কষ্টের মুখে পড়তে হয়।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিবার মন্দিরে গিয়ে শনিদেবকে তেল, তিল এবং নীল ফুল অর্পণ করতে হবে। গরিব, প্রবীণ নাগরিক এবং মহিলাদের সহায়তা করতে হবে। তেল, কাপড়, মিষ্টি দান করতে হবে। ১০৮ বার শনির চালিসা পাঠ করতে হবে।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।)

বন্ধ করুন