বাংলা নিউজ > ভাগ্যলিপি > Chhat Puja 2023: আজ থেকে ছট পুজো, কোন শহরে সন্ধ্যা অর্ঘ্য কখন দেওয়া হবে? জেনে নিন সময়

Chhat Puja 2023: আজ থেকে ছট পুজো, কোন শহরে সন্ধ্যা অর্ঘ্য কখন দেওয়া হবে? জেনে নিন সময়

কখন হবে ছটের সন্ধ্যা অর্ঘ্য?

Chhat Puja 2023: আজ থেকে ছটপুজো। জেনে নিন, বিভিন্ন শহরের সন্ধ্যা অর্ঘ্যের সময়।

কার্তিক শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ছট উৎসব পালিত হয়। তবে এটি চতুর্থী তিথি থেকে স্নান এবং খাওয়ার মাধ্যমে শুরু হয় এবং সপ্তমী তিথিতে উপবাস ভঙ্গ হয়। লোকবিশ্বাসের মহান উৎসব মহাপর্ব ছট চার দিন ধরে চলে।

চার দিন ধরে চলা এই মহান উৎসবটি সূর্য দেবতার বোন ঊষা, প্রকৃতি, জল, বায়ু এবং ষষ্ঠী মাকে উৎসর্গ করা হয়। বিশেষ করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের প্রথা রয়েছে এবং এই প্রথা বহু শতাব্দী ধরে চলে আসছে। আজও মানুষ ভক্তি ও পূর্ণ নিষ্ঠার সঙ্গে এটি উদযাপন করে। তাই একে লোকজ বিশ্বাসের মহা উৎসব বলা হয়। 

এই বছর ছট উৎসব শুরু হয়েছে আজ ১৭ নভেম্বর ২০২৩ থেকে। এদিন ব্রতীর নাহয়-খায়ের মধ্য দিয়ে শুরু হবে ছট উৎসব। ২০ নভেম্বর ঊষা অর্ঘ্য ও পারণের মধ্য দিয়ে শেষ হবে ছট উৎসব। 

এই উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল সন্ধ্যা অর্ঘ্য। এটি ছট পুজোর গুরুত্বপূর্ণ পর্ব যা তৃতীয় দিনে পড়ে। এই দিনে পরিবারের সকল সদস্যরা ঘাটে যায় এবং অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়। এই বছর, ছট পুজোর অস্তচলগামী অর্ঘ্য ১৯ নভেম্বর রবিবার দেওয়া হবে। এদিন ফল, ঠেকুয়া, চালের লাড্ডু ইত্যাদি সাজিয়ে কোমর-গভীর জলে প্রদক্ষিণ করে অর্ঘ্য নিবেদনের রীতি রয়েছে। 

জেনে নিন, বিভিন্ন শহরে এই সন্ধ্যা অর্ঘ্যের সময়।

দিল্লি: বিকাল ৫টা ২৭ মিনিট

কলকাতা: বিকাল ৫টা

পাটনা: বিকাল ৫টা

চণ্ডীগড়: বিকাল ৫টা ২৫ মিনিট

কানপুর: বিকাল ৫টা ২৮ মিনিট

প্রয়াগরাজ: বিকাল ৫টা ১৫ মিনিট

হায়দ্রাবাদ: বিকাল ৫টা ৪০ মিনিট

ভোপাল: বিকাল ৫টা ৩৫ মিনিট

ভাগলপুর: বিকাল ৪টে ৫৪ মিনিট

লখনউ: বিকাল ৪টে ৫২ মিনিট

গয়া: বিকাল ৫টা ২ মিনিট

রাঁচি: বিকাল ৫টা ৫ মিনিট

এই দিন, ভক্তরা সকালে নদীতে স্নান করে এবং তারপরে নতুন পোশাক পরে প্রসাদ গ্রহণ করেন। কুমড়ো, ছোলা ডাল সবজি, চাল ইত্যাদি ছট পুজোর নাহয়-খায় এর প্রসাদ হিসেবে প্রস্তুত করা হয়। সমস্ত প্রসাদ সৈন্ধব লবণ এবং ঘি দিয়ে প্রস্তুত করা হয়। উপবাসকারী প্রসাদ খাওয়ার পর পরিবারের অন্যান্য সদস্যরাও এই সাত্ত্বিক প্রসাদ গ্রহণ করেন।

ছট পুজোর শেষ ও চতুর্থ দিনে অর্থাৎ সপ্তমী তিথিতে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের প্রথা রয়েছে। এই বছর ঊষা অর্ঘ্য ২০ নভেম্বর সোমবার। এই দিনে সূর্যোদয় হবে সকাল ০৬ টা ৪৭ মিনিটে। এর পরে, ভক্তরা প্রসাদ গ্রহণ করেন।

ভাগ্যলিপি খবর

Latest News

সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল ‘হ্যাক’ হতেই আপাতত বন্ধ! কী দেখা যাচ্ছিল? কাশ্মীর ভোট নিয়ে নাক গলাচ্ছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী, জবাব দিলেন ওমর আয়ুষ্মান ভারতের আওতায় থাকা বেসরকারি হাসপাতাল বন্ধ করল চিকিৎসা,বিরাট সরকারি বকেয়া শাহরুখ-প্রীতির আইকনিক ছবির মুকুটে নয়া পালক! ১০০ কোটির ক্লাবে প্রবেশ বীর জারার ‘অবাক লাগে কেন কিছু পুরুষ স্ত্রীকে ছোটখাটো পোশাক পরার অনুমতি দেন!…’ বলছেন সানা IND vs BAN: সবসময় তাদের মধ্যে ‘ইগো’ দেখা যায়: কেন এমন বললেন দীনেশ কার্তিক? পরপর দু’বার উপড়ে দিলেন উইকেট, বাংলাদেশের বিরুদ্ধে সুপারহিট বাংলার আকাশদীপ নিজে গিয়ে দেখেছি, শোচনীয় অবস্থা, ম্যান মেড বন্যা করল ডিভিসি, মোদীকে চিঠি মমতার জগন-আমলে তিরুপতি মন্দিরের প্রসাদে পশুর চর্বি? রিপোর্ট চাইল কেন্দ্র শত ব্যস্ততার মধ্যে চটপটা কিছু খেতে মন চাইছে? ঝটপট বানিয়ে ফেলুন ডিম কোর্মা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.