বৈদিক জ্যোতিষমতে বলা হচ্ছে, ৩ টি বিশেষ রাশিতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। গুরু বৃহস্পতির প্রভাবে কর্কট, মিথুন ও কুম্ভ রাশিতে আসন্ন দিনে নানান প্রভাব পড়বে। তার সমস্তটাই শুভ ফল হবে। দেখে নেওয়া যাক এর শুভ প্রভাব।
1/6বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বহু গ্রহেরই উদয় ও অস্ত হয়। যার সরাসরি প্রভাব পড়ে জাতক জাতিকাদের জীবনে। এমনই একটি উদয় হতে চলেছে বৃহস্পতিতে। আসন্ন সময়ে বৃহস্পতির এই উদয়ের ফলে একাধিক রাশিতে পড়বে। ১২ রাশির মধ্যে বিশেষ ৩ রাশিতে এর প্রভাব প্রবলভাবে পড়তে চলেছে।
2/6বৈদিক জ্যোতিষমতে বলা হচ্ছে, ৩ টি বিশেষ রাশিতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। গুরু বৃহস্পতির প্রভাবে কর্কট, মিথুন ও কুম্ভ রাশিতে আসন্ন দিনে নানান প্রভাব পড়বে। তার সমস্তটাই শুভ ফল হবে। দেখে নেওয়া যাক এর শুভ প্রভাব।
3/6কর্কট- গুরু বৃহস্পতি উদিত হওয়ার ফলে আপনাদের ভালো সময় শুরু হবে। গুরুগ্রহ আপনার রাশিতে নবমভাবে উদয় হবেন। এরফলে ভাগ্যের বৃদ্ধি হবে। কোনও প্রকল্পে বিনিয়োগে সাফল্য পাবেন। ব্যবসায়ে সাফল্য পাবেন। বিদেশ যাত্রায় যাঁরা যেতে চান তাঁদের জন্য এই সময়কাল ভালো।
4/6মিথুন-বৃহস্পতির উদয়ে কেরিয়ারে দারুন সাফল্য পেতে থাকবেন আপনি। ব্যবসা ও কর্মস্থলে ভালো সময় পেতে চলেছেন। মনের মতো জায়গায় ট্রান্সফার পেতে পারেন চাকরিরতরা। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। যাঁদের রোজগার নেই তাঁরা খুবই ভালো ফল পাবেন।
5/6কুম্ভ- গুরুগ্রহ বৃহস্পতির উদয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সময় ভালো কাটবে। আর্থিক দিক থেকে দারুন সাফল্য পাবেন। কোথাও আটকে থাকা টাকা আসতে আরম্ভ করবে। পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। মার্কেটিং, শিক্ষা, মিডিয়ার সঙ্গে জড়িতদের ভালো সময়। বিনিয়োগ থেকে পেতে পারেন লাভ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
6/6দেবগুরু বৃহস্পতির এই উত্থান মার্চ মাসে হবে। ২০২৩ সালের মার্চ থেকে ৩ রাশির ভাগ্যে আসবে উন্নতির চমক। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি রাখে না হিন্দুস্তান টাইমস বাংলা।)