Lucky Zodiacs due to Budh and Guru: মার্চ মাসের তৃতীয় সপ্তাহ চলছে। এবার চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সুযোগ এসে গিয়েছে। তারইমধ্যে বুধ এবং বৃহস্পতির কৃপায় কয়েকটি রাশির জাতকদের বেতন বৃদ্ধির প্রবল যোগ তৈরি হয়েছে। হাতে আসবে টাকাও। কাদের ভাগ্য ছুটবে, তা দেখে নিন-
1/6মীন রাশিতে বুধ এবং বৃহস্পতির যুতি তৈরি হয়েছে। ওই যুতির ফলে মার্চের শেষটা কয়েকটি রাশির জাতকদের জন্য ভালো কাটবে। আর্থিক দিক থেকে ভালো জায়গায় থাকবেন। বুধ এবং বৃহস্পতির কৃপায় ভাগ্যোদয় হবে ওই পাঁচটি রাশির জাতকদের।
2/6বৃষ রাশি- দুই বড় গ্রহের যুতির ফলে বৃষ রাশির জাতকদের সামনে অর্থলাভের যোগ তৈরি হবে। বিশেষত ওই যোগের প্রভাবে বৃষ রাশির জাতকদের হাতে আচমকা টাকা বাড়তে পারে। কেরিয়ারের নিরিখে ভালো সময় হতে চলেছে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ওই যোগ শুভ ফল নিয়ে আসবে। বিশেষত এই সময় চাকরিতে যা দায়িত্ব থাকবে, তা পূরণ করবেন। যা বেতন বৃদ্ধির পথ প্রশস্ত করতে চলেছে।
3/6মিথুন রাশি- দুই গ্রহের যুতির ফলে মিথুন রাশির জাতকদের ব্যবসায় ব্যাপক মুনাফা হবে। যে মিথুন রাশির জাতকরা ব্যাঙ্কিং, মার্কেটিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য এই সময়টা একেবারে আদর্শ হতে চলেছে। সার্বিকভাবে কর্মক্ষেত্রে আপনার সময় ভালো কাটবে। মান-সম্মান বৃদ্ধি পাবে। পারিবারিক জীবন সুখকর হতে চলেছে।
4/6কন্যা রাশি- বুধ এবং শুক্রের যুতির ফলে কন্যা রাশির জাতকদের অর্থের কোনও সমস্যা হবে না। আর্থিক নিরিখে লাভবান হবেন। পরিবারের সহযোগিতা মিলবে। যে কোনও কাজে পরিবারকে পাশে পাবেন। প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে। প্রেমিক বা প্রেমিকার সহযোগিতায় বড় কোনও কাজ শুরু করবেন।
5/6ধনু রাশি- দুই বড় গ্রহের যুতির ফলে ধনু রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো হবে। বিশেষত যে ধনু রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁদের মুনাফা বাড়বে। মুনাফা বৃদ্ধির ফলে স্বভাবতই আর্থিক জীবন মজবুত হবে। মায়ের সহযোগিতা লাভ করবেন ধনু রাশির জাতকরা।
6/6মীন রাশি- মীন রাশিতেই বুধ এবং বৃহস্পতির যে যুতি তৈরি হয়েছে। তাতে ধনপ্রাপ্তি হবে মীন রাশির জাতকদের। কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব মিলতে পারে। সেই দায়িত্ব পালনের উপরই নির্ভর করছে যে আপনার বেতন কতটা বৃদ্ধি পাবে। কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। জীবন সুখকর হয়ে উঠতে চলেছে।