মকর সংক্রান্তির ঠিক আগেই ১৩ জানুয়ারি মঙ্গল বৃষ রাশিতে মার্গী হবে, আর বুধ ধনু রাশিতে হবে মার্গী। মঙ্গলের মার্গী ও বুধের ধনু রাশিতে উদয় হওয়ার ফলে একাধিক রাশিতে তার সুপ্রভাব পড়তে শুরু করবে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি সুফল পেতে চলেছে এই দুই গ্রহের গতিবিধিতে।
1/6বৈদিক জ্যোতিষ গণনা মতে আর হাতে গোনা কয়েকদিন পরই রয়েছে মকর সংক্রান্তি। ১৪ তারিখ সংক্রান্তির যোগ গণনা মতে পড়ে গেলেও, ১৫ জানুয়ারি দেশ জুড়ে পালিত হবে মকর সংক্রান্তি। এদিকে, মকর সংক্রান্তির সময়কালে একাধিক গ্রহের রয়েছে গোচর। একনজরে দেখা যাক, কোন কোন গ্রহের গোচরে শুভ ফল পড়তে চলেছে কিছু রাশিতে।
2/6মকর সংক্রান্তির ঠিক আগেই ১৩ জানুয়ারি মঙ্গল বৃষ রাশিতে মার্গী হবে, আর বুধ ধনু রাশিতে হবে মার্গী। মঙ্গলের মার্গী ও বুধের ধনু রাশিতে উদয় হওয়ার ফলে একাধিক রাশিতে তার সুপ্রভাব পড়তে শুরু করবে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি সুফল পেতে চলেছে এই দুই গ্রহের গতিবিধিতে।
3/6মেষ- ভেবে চিন্তা করে করে বলুন। সব কাজেই থাকবে আপনার উৎসাহ। ধর্মকর্মের প্রতি উৎসাহ বাড়বে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। মায়ের তরফে কোনও সম্পত্তি বা অর্থ পেতে পারেন। বাড়িতে কোনও পুরনো বন্ধু আসতে পারেন। বুদ্ধিদীপ্ত কাজ দিয়ে বাড়বে রোজগার। চাকরিতে স্থানবদলের যোগ রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/6মিথুন-ব্যবসা কলেবরে বাড়তে পারে। ভাইদের সহযোগ পাবেন, তবে পরিশ্রম বাড়তে পারে। বাড়িতে হবে মাঙ্গলিক কাজ। পাবেন বস্ত্রের উপহার। চাকরিতে হতে পারে স্থানবদল। ব্যবসায়ে লাভের যোগ হবে। মায়ের সান্নিধ্য পাবেন। গাড়ি কিনতে হবে। চাকরিতে অফিসারদের সহযোগ পাবেন। প্রতীকী ছবি
5/6কর্কট-আত্মবিশ্বাস হু হু করে বাড়তে থাকবে। তবে আত্মসংযত থাকুন। ঘর ও পরিবারে পাবেন সুখ বৃদ্ধি। কর্মস্থলে বাড়বি পরিশ্রম। হবে স্থান বদল। আপনার মায়ের সমর্থন সব কাজে পাবেন। লাভ বাড়তে পারে বিভিন্নভাবে। চাকরিতে অফিসারদের সহযোগিতা পাবেন।
6/6তুলা- শিক্ষার প্রতি বাড়বে আগ্রহ। চাকরিতে একটি পরিবর্তনের যোগ রয়েছে। কোনও দূরের জায়গায় যেতে পারেন। ধার্মিক কাজে অংশ নিতে পারেন। পরিবারের সকলের সঙ্গে সময় অতিবাহিত করতে পারেন। দাম্পত্য সুখ বাড়তে পারে এই সময়। (ডিসক্লেমার: এই প্রতিবেদনের তথ্য মান্যতা ধর্মী। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা)