Papmochani ekadashi 2023: পাপমোচনী একাদশী বছরের অন্যতম পুণ্যময় একাদশী। এই একাদশীতে সাতজন্মের পাপ ক্ষমা করেন ভগবান বিষ্ণু। কবে এই তিথি ও লগ্ন তা জেনে নিন।
1/6চলতি বছরে একাদশী তিথি পালন করার তারিখ পড়েছে ১৮ মার্চ। তবে এই বিশেষ একাদশী হল পাপমোচনী একাদশী। এই দিন তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করলে সব পাপ থেকে অচিরে মুক্তি পাওয়া যায়। সাতজন্মের পাপ থেকে মুক্তি পেতেই এই বিশেষ একাদশীর পুজো করা হয়।
2/6পুরাণ অনুসারে এই দিন বিষ্ণুর চতুর্ভুজ রূপের পুজো করা হয়। তুলসী পাতা ভগবানের অত্যন্ত প্রিয় পুজো উপাচার। তাই দিয়েই এই একাদশীতে পুজো করার রীতি রয়েছে।
3/6পঞ্জিকা মতে,চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে ১৭ মার্চ দুপুর ২ টো ০৬ মিনিট থেকে। ১৮ মার্চ সকাল ১১টা ১৩ মিনিটে একাদশী তিথি ছেড়ে যাবে। পাপমোচিনী একাদশীর ব্রত পারণের সময় ১৯ মার্চ সকাল ৬টা ২৬ মিনিট থেকে ৮টা ০৭ মিনিটের মধ্যে।
4/6হিন্দুদের এই একাদশী ব্রত নানা কারণে গুরুত্বপূর্ণ। এই ব্রত পালন করলে জেনে বা না জেনে করা সব পাপ থেকে মুক্তি পায় ব্রতকারী। নির্ভুল ব্রত পালন করলে ইহলোকে সমস্ত জাগতিক সুখের অধিকারী হয় উক্ত ব্যক্তি।
5/6পাপমোচনী ব্রতের প্রভাবে শরীর ও মন শুদ্ধ হয়। এই তিথিতে আটটি কাঠবাদাম ও একটি জটাসমেত নারকেল নিবেদন করুন। পরিশ্রম সত্ত্বেও চাকরিতে কোনও উন্নতি না হলে এই ব্রত করা জরুরি। ব্রত শেষে দ্রুত ফল পাবেন।
6/6এই একাদশীর ব্রত অর্থবৃদ্ধির মনস্কামনাও পূরণ করে। পাপমোচনী একাদশীর রাতে নয়মুখী প্রদীপ জ্বেলে পুজো করুন ভগবান বিষ্ণুর। পাশাপাশি মা লক্ষীর জন্যও জ্বালাতে হবে একটি প্রদীপ। লক্ষ রাখুন দুটি প্রদীপই যেন সারা রাত জ্বলে।