বাংলা নিউজ > ভাগ্যলিপি > শনির আড়াইয়ের প্রভাব এই দুই রাশির ওপর, ১ বছর থাকতে হবে সাবধানে

শনির আড়াইয়ের প্রভাব এই দুই রাশির ওপর, ১ বছর থাকতে হবে সাবধানে

রাশি পরিবর্তনের সময় শনি যে রাশির চতুর্থ বা অষ্টম স্থানে থাকে, তখন সেই রাশির ওপর শনির আড়াইয়ের প্রকোপ শুরু হয়।

বর্তমানে দুটি রাশির ওপর শনির আড়াই বছরের প্রভাব চলছে। এই দুই রাশির বিশেষ সাবধানতা অবলম্বন জরুরি।

জ্যোতিষ শাস্ত্রে শনিকে পাপী ও নিষ্ঠুর গ্রহ বলা হয়েছে। শনির অশুভ প্রভাবের কারণে ব্যক্তির জীবন প্রভাবিত হয়। বর্তমানে দুটি রাশির ওপর শনির আড়াই বছরের প্রভাব চলছে। এই দুই রাশির বিশেষ সাবধানতা অবলম্বন জরুরি। শনির আড়াই বছরের প্রভাবের কারণে জীবনে নানান সমস্যার মুখোমুখি হতে হয় ব্যক্তিকে।

এই রাশির ওপর রয়েছে শনির আড়াইয়ের প্রকোপ:

এ সময় তুলা ও মিথুন রাশির ওপর শনির আড়াই বছরের প্রকোপ রয়েছে। এই দুই রাশির জাতকদের সাবধানে থাকা উচিত।

শনির আড়াই কবে শুরু হয়?

শনি আড়াই বছরে এক বার রাশি পরিবর্তন করে। রাশি পরিবর্তনের সময় শনি যে রাশির চতুর্থ বা অষ্টম স্থানে থাকে, তখন সেই রাশির ওপর শনির আড়াইয়ের প্রকোপ শুরু হয়।

তুল ও মিথুন রাশির ওপর কতদিন থাকবে শনির আড়াইয়ের প্রকোপ?

৪ জানুয়ারি ২০২০ সাল থেকে এই দুই রাশির ওপর শনির আড়াইয়ের প্রভাব চলছে। ২০২২ সালের ২৯ এপ্রিল শনির আড়াইয়ের প্রভাব থেকে মুক্তি পাবে এই দুই রাশি। এদিন শনি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে।

২৯ এপ্রিল ২০২২ থেকে এই রাশির ওপর শুরু হবে শনির আড়াই বছরের প্রভাব:

২০২২ সালের ২৯ এপ্রিল শনির কুম্ভ রাশিতে প্রবেশের ফলে কর্কট ও বৃশ্চিক রাশির ওপর শনির আড়াইয়ের প্রভাব শুরু হবে।

শনির অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য কী করবেন:

বজরংবলীর পুজো করুন- শনির অশুভ প্রভাব থেকে মুক্তির জন্য বজরংবলীর পুজো করা উচিত। বজরংবলীর পূজার্চনা করলে সমস্ত ধরণের দোষ থেকে মুক্তি লাভ করা যায়।

দান করুন- ধর্মীয় ধ্যান ধারণা অনুযায়ী, দান করলে শুভ ফল লাভ করা যায়। দান করলে শনি প্রসন্ন হন। তাই নিজের ক্ষমতা অনুযায়ী দরিদ্র, অসহায় ব্যক্তিদের কিছু না-কিছু দান করা উচিত।

শিবের পুজো করুন- শিবের পুজো করলে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায়। শিবলিঙ্গে জলের অভিষেক করলে শুভ ফল পাওয়া যায়।

বন্ধ করুন