১৪ মে বৃষ রাশিতে গোচর করছেন সূর্যদেব। যেখানে শুক্রের আধিপত্য রয়েছে। তারফলে একাধিক রাশি এর জেরে লাভের মুখ দেখতে চলেছে। তবে তাদেরই মধ্যে ৩ টি এমন রাশি রয়েছে, যাদের ধনলাভের যোগ দেখা যেতে চলেছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এর জেরে লাভের মুখ দেখবে।
1/5বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, মে মাসে একাধিক রাশির ভাগ্যে আসতে চলেছে সূর্যের চমক। সূর্যদেবতাকে গ্রহদের রাজা মনে করা হয়। আর সেই সূর্যদেবের গোচর হতে চলেছে ২০২৩ সালের মে মাসে। ফলে একাধিক রাশি তার জেরে ব্যাপক লাভের মুখ দেখতে চলেছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এরফলে লাভের মুখ দেখতে চলেছে।
2/5১৪ মে বৃষ রাশিতে গোচর করছেন সূর্যদেব। যেখানে শুক্রের আধিপত্য রয়েছে। তারফলে একাধিক রাশি এর জেরে লাভের মুখ দেখতে চলেছে। তবে তাদেরই মধ্যে ৩ টি এমন রাশি রয়েছে, যাদের ধনলাভের যোগ দেখা যেতে চলেছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এর জেরে লাভের মুখ দেখবে।
3/5মেষ- আপনাদের জন্য সূর্যের গোচর খুবই লাভদায়ক হবে। এই সময় সন্তানের দিক থেকে খুব ভালো কোনও খবর পেতে পারেন। সন্তানের উন্নতি হতে পারে। প্রেমের দিক থেকে পেতে পারেন সাফল্য। হঠাৎ করে ধনলাভের যোগ রয়েছে। পড়ুয়াদের জন্য এই সময়কাল শুভ প্রমাণিত হতে পারে।
4/5সিংহ- সূর্যের গোচর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য লাভদায়ক হতে পারে।কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য আপনি সকলের দ্বারা প্রশংসিত হবেন। চাকরির খোঁজ যাঁরা করছেন, তাঁরা পেতে চলেছেন সুখের দেখা। অফিসে পেতে পারেন নতুন কোনও পদ। আপনার সমস্ত অধিকার বাড়তে শুরু করবে। এই সময় ভালো ধনলাভ হবে। ব্যবসার বিস্তার হবে। : ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক)
5/5কন্যা- সূর্যদেবের রাশি পরিবর্তন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য লাভ দায়ক হতে পারে। এই সময় আপনার ভাগ্যের সমর্থক হয়ে আসবে এই গোচর। সমস্ত ইচ্ছার পূরণ হতে পারে এই সময়। ব্যবসা, কাজকর্মে লাভ আসতে পারে। পড়ুয়াদের জন্য এই সময় শুভ প্রমাণিত হতে পারে। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় ভালো ফল করবেন। বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা )