রোহিণী নক্ষত্রে সূর্যের গোচরের ফলে চারটি রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ওই রাশির জাতকদের হাতে টাকা আসবে। কেরিয়ার মিলবে অপার সাফল্য। আগামী ৮ জুন পর্যন্ত কোন কোন রাশির জাতকদের ভাগ্য ভালো থাকবে, তা দেখে নিন -
1/5বৃহস্পতিবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছেন সূর্য। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাত ৯ টা ১২ মিনিটে সেখানে সূর্যের গোচর হয়েছে। আগামী ৮ জুন পর্যন্ত সেই নক্ষত্রেই থাকবেন গ্রহের রাজা। যতদিন রোহিণী নক্ষত্রে থাকবেন সূর্যদেব, ততদিন চারটি রাশির জাতকদের ভাগ্য ভালো কাটবে।
2/5মেষ রাশি- রোহিণী নক্ষত্রে সূর্যের গোচরের ফলে মেষ রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশির যে স্থানে রোহিণী নক্ষত্রের গোচর হয়েছে, তাতে ওই রাশির জাতকদের আর্থিক অবস্থা মজবুত হবে। হাতে টাকা আসবে। চাকরিতে লাভবান হবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5মিথুন রাশি- রোহিণী নক্ষত্রে সূর্যের গোচরের ফলে মিথুন রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। কেরিয়ারের ক্ষেত্রে মিথুন রাশির জাতকরা যেমন পরিশ্রম করবেন, সেরকম ফল পাবেন। অর্থাৎ পরিশ্রমের পুরো দাম পাবেন মিথুন রাশির জাতকরা। আর্থিক উন্নতি হবে। মান-সম্মান বৃদ্ধি পাবে।
4/5সিংহ রাশি- সূর্যের নক্ষত্র পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতকরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সিংহ রাশির দশম স্থানে রোহিণী নক্ষত্র অবস্থান করছে। তার ফলে আর্থিক অবস্থা মজবুত হবে। আয়ের নয়া দিগন্ত উন্মোচিত হবে। কেরিয়ারের দিক থেকে কোনও ভালো খবর মিলবে। আপনি যে কাজ করবেন, তা প্রশংসিত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/5ধনু রাশি- রোহিণী নক্ষত্রে সূর্যের প্রবেশের ফলে ধনু রাশির জাতকরা অনুকূল সময় কাটবে। কেরিয়ারের দিক থেকে সাফল্য মিলবে। কর্মক্ষেত্রে যতটা পরিশ্রম করবেন, সেটার পুরো দাম পাবেন। আর্থিক বিষয়ে লাভবান হবেন। আর্থিক লেনদেনের দিক থেকে এটা অত্যন্ত ভালো সময় হতে চলেছে। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে।