Surya Grahan 2023 Lucky Zodiacs: মাসদুয়েক পরেই ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ওই সূর্যগ্রহণের ফলে তিনটি রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হতে চলেছে। কোন কোন রাশির জাতকদের উন্নতি হবে, তা দেখে নিন -
1/6চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে ২০ এপ্রিল (বৃহস্পতিবার)। কলকাতার পজিশনাল অফ অ্যাস্ট্রোনমি সেন্টারের তথ্য অনুযায়ী, সেদিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। তবে বছরের প্রথম সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/6কোন কোন এলাকা থেকে সূর্যগ্রহণ পরিলক্ষিত হবে? পজিশনাল অফ অ্যাস্ট্রোনমি সেন্টারের তথ্য অনুযায়ী, আন্টার্টিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ ভারতীয় মহাসাগর, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সেই সূর্যগ্রহণ দেখা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/6কোন সময় সূর্যগ্রহণ হবে? পজিশনাল অফ অ্যাস্ট্রোনমি সেন্টারের তরফে জানানো হয়েছে যে ভারতীয় সময় অনুযায়ী, সকাল সাতটা চার মিনিট থেকে সূর্যগ্রহণ শুরু হবে। চলবে বেলা ১২ টা ২৯ মিনিট পর্যন্ত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/6বৃষ রাশি- বৃষ রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণ লাভজনক হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নয়া কোনও চাকরির প্রস্তাব পেতে পারেন। যাঁরা পুরনো জায়গায় চাকরি করতে থাকবেন, তাঁদের পদোন্নতির যোগ তৈরি হবে। বাড়বে বেতন। আর্থিক দিক থেকে ভালো ফল মিলবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হতে চলেছে।
5/6মিথুন রাশি- সূর্যগ্রহণের ফলে মিথুন রাশির জাতকরা অনুকূল ফল লাভ করবেন। কোনও নয়া কাজ শুরু করলে ভালো ফলাফল মিলবে। সাফল্যের যোগ তৈরি হবে। অর্থ সংক্রান্ত বিষয়ে সাফল্য লাভ করবেন। আটকে থাকা অর্থ ফেরত পাবেন মিথুন রাশির জাতকরা। জীবনের ক্ষেত্রে বড় সুযোগ মিলবে।
6/6ধনু রাশি- সূর্যগ্রহণের ফলে ধনু রাশির জাতকরা সুফল লাভ করবেন। ভাগ্যর সহায়তা মিলবে। যাঁরা চাকরি করেন, তাঁদের জীবনে বড় পরিবর্তন আসবে। অর্থলাভের যোগ আছে। শনির সাড়েসাতির প্রভাব কেটে গিয়েছে। তাই ধনু রাশির জাতকদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে।