বাংলা নিউজ > ভাগ্যলিপি > Maa Laxmi blessing after venus transit: শুক্রের গোচরে আজ থেকে ৪ রাশির উপর থাকবে মা লক্ষ্মীর কৃপা, কেটে যাবে টাকার সমস্যা

Maa Laxmi blessing after venus transit: শুক্রের গোচরে আজ থেকে ৪ রাশির উপর থাকবে মা লক্ষ্মীর কৃপা, কেটে যাবে টাকার সমস্যা

আজ শুক্রের রাশি পরিবর্তন।

Maa Laxmi Blessings after Venus Transit: জ্যোতিষশাস্ত্রে শুক্রবারের বিশেষ মাহাত্ম্য আছে। যে দিনটা সন্তোষী মায়ের দিন হিসেবে বিবেচিত হয়। তারইমধ্যে আজ শুক্রের গোচর হচ্ছে। কুম্ভ রাশিতে থাকবেন শুক্রদেব। তার ফলে চারটি রাশির জাতকরা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন।

শুক্রবারেই (৭ জুলাই) রাশি পরিবর্তন শুক্র গ্রহের। জ্যোতিষশাস্ত্রে যে গ্রহের বিশেষ স্থান আছে। শুক্র গ্রহকে প্রেম, ধন-সম্পদের মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী কয়েকদিন কুম্ভ রাশিতে থাকবেন শুক্রদেব। যতদিন কুম্ভ রাশিতে থাকবেন শুক্রদেব, ততদিন কয়েকটি রাশির জাতকদের অর্থের কোনও অভাব হবে না। সার্বিকভাবে শুক্রের গোচরের ফলে আজ থেকে চারটি রাশির জাতকদের ভাগ্যোদয় হচ্ছে। কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -

আরও পড়ুন: Sawan Shiv Puja Totka: শ্রাবণে শিবের পুজো কী কী অর্পণ করলে সংসারে অর্থ, সমৃদ্ধি প্রাপ্তি হয়? জানুন

মেষ রাশি- শুক্রের রাশি পরিবর্তনের ফলে মেষ রাশির জাতকদের মন প্রসন্ন থাকবে। শিক্ষা সংক্রান্ত কাজে সুখবর মিলবে। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। কাজের প্রতি উৎসাহ বৃদ্ধি পাবে। উন্নতির পথ প্রশস্ত হবে। কথাবার্তার ক্ষেত্রে মাধুর্য বাড়বে। আয় বাড়বে। অর্থ সংক্রান্ত কোনও সমস্যা কেটে যাবে। সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে। কাজের সূত্রে অন্যত্র যেতে হতে পারে। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। কোনও কাজ শুরু করলে তাতে সাফল্য পাবেন। সাংসারিক জীবনে সুখ থাকবে।

আরও পড়ুন: মেষ থেকে মীন- জুলাইয়ে প্রেমে বাধা আসবে কোন কোন রাশির জাতকদের?

মিথুন রাশি- শুক্রের রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল মিলবে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারেন। চাকরিতে অন্যত্র বদলি হওয়ার সম্ভাবনা আছে। চাকরিতে অফিসারদের সহযোগিতা মিলবে। নয়া কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পাবেন মিথুন রাশির জাতকরা। কেউ কেউ সেই চাকরির প্রস্তাব গ্রহণ করবেন। সেরকমই যোগ তৈরি হচ্ছে। মনে শান্তি থাকবে। প্রসন্ন থাকবে মন। মা অথবা পরিবারের কোনও বয়স্ক মহিলার থেকে অর্থপ্রাপ্তি হতে পারে।

সিংহ রাশি- শুক্রের গোচরের ফলে সম্পত্তি থেকে আয় বৃদ্ধি পাবে সিংহ রাশির জাতকরা। মায়ের থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কলা এবং সংগীতের প্রতি উৎসাহ বাড়বে। চাকরি এবং কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে। পারিবারিক জীবন সুখকর হবে। চাকরিতে উন্নতির প্রবল সম্ভাবনা আছে। চাকরিতে অফিসারদের সহযোগিতা মিলবে। আয় বৃদ্ধি পাবে। গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। কোনও শুভ খবর পাবেন সিংহ রাশির জাতকরা।

ধনু রাশি- শুক্রদেবের রাশি পরিবর্তনের ফলে ধনু রাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কাজের প্রতি উৎসাহ বাড়বে। চাকরিতে উন্নতি হবে ধনু রাশির জাতকদের। কর্মক্ষেত্রের বিস্তার হতে পারে। অফিসারদের সহযোগিতা মিলবে। মানসিক শান্তি থাকবে। চাকরিতে কাজের ভার বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধি পাবে ধনু রাশির জাতকদের। কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

ভাগ্যলিপি খবর

Latest News

বাংলাদেশকে ২০০ একর জমি 'ফেরাতে' পারে ভারত, দাবি রিপোর্টে দেননি শোকজের জবাব, সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করার পথে রাজ্য মেডিক্যাল কাউন্সিল RG করের 'জাস্টিস'-র মিছিলে পরিচয়! তরুণীকে 'গণধর্ষণ' ২ যুবকের, বামেদের তোপ TMC-র 'CM-র চিকিৎসক বলে…', মুখ খুললেন 'উত্তরবঙ্গ লবির মাথা' এসপি দাস বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণ, চুপ থাকতে নির্যাতিতার বোনকে ২০ টাকা দিল অভিযুক্ত বুমরাহকে খেলতে পারছেন না, নেট বোলারদেরও সামনেও ব্যর্থ! হতাশ যশস্বীর পাশে কোহলি DC সেন্ট্রালকে ছাড় কেন? ক্ষুব্ধ ডাক্তাররা, নির্যাতিতার বাবা বলেছিলেন মিথ্যেবাদী দেখেই খুলে ফেললেন গায়ের কোট…! বিতর্ক অতীত, পার্টিতে রণজয়-শ্যামৌপ্তি একসঙ্গে মঙ্গল সকালেই ফের 'অ্যাকশন' আরজি কর মামলায়, তৃণমূল বিধায়কের বাড়ি সহ ৬ জায়গায় ED রাভশানের বিরুদ্ধে কতজন বিদেশিকে মাঠে নামতে পারবে মোহনবাগান? জেনে নিন পুরো নিয়ম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.