বাংলা নিউজ > বাংলার মুখ > কেন করা গেল না হাজার সভা? বঙ্গ বিজেপি নেতাদের সাফাইয়ে খুশি নয় দিল্লি

কেন করা গেল না হাজার সভা? বঙ্গ বিজেপি নেতাদের সাফাইয়ে খুশি নয় দিল্লি

সুনীল বনসল, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক

রাজ্য নেতৃত্বকে বলা হয়েছিল দলের এক হাজার মণ্ডল কমিটি এলাকায় একটি করে সভা করতে। এছাড়া দশটি বড় সভা এবং তিনটি মেগা সভা করার কথা বলা হয়। কিন্তু বাস্তবে দেখা যায় মণ্ডলের সভা অর্ধেকও করা সম্ভব হয়নি।

দলের ১২৬৩ টি মণ্ডলের মধ্যে ১০০০টি সভা করতে বলেছিল দিল্লি। সময়সীমা ছিল ৩১ অগস্ট। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও মাত্র ৩০০টি সভা করা সম্ভব হয়েছে। দিল্লির প্রশ্নের মুখে পড়ে রাজ্য বিজেপি জানিয়েছে 'বৃষ্টির কারণে' সভা করা যায়নি।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার সল্টলেক কার্যালয়ের বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল প্রশ্ন করেন কেন সভা করা গেল না। জবাবে বৃষ্টিকেই প্রধান যুক্তি হিসাবে হাজির করেন রাজ্য নেতারা। এর সঙ্গে ধূপগুড়ির উপনির্বাচনকেও যুক্তি হিসাবে হাজির করেন তাঁরা। তবে সূত্রের খবর, এই যুক্তিকে মানতে চাননি কেন্দ্রীয় নেতারা। তাই বাকি ৭০০ সভা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন।

(পড়়তে পারেন। গান্ধী জয়ন্তীতে দিল্লির বুকে বৃহত্তর আন্দোলনের ডাক তৃণমূলের, অনুমতি দিল না পুলিশ)

(পড়তে পারেন। ‘‌এক পরিবার এক পরিচিতি’‌, আধার কার্ডের অনুকরণে নয়া আইডেন্টিটির ভাবনা রাজ্যের)

প্রসঙ্গত, দিল্লির দেওয়া সময়ের মধ্যে ১ হাজার সভা শেষ করা যাবে না তা আগেই বুঝতে পেরেছিল রাজ্য নেতৃত্ব। তাই আগেই তারা আবেদন জানিয়েছিল সময় বাড়ানোর জন্য। এ নিয়ে রাজ্য নেতাদের যুক্তি শোনেন বনসল। এর পর সময়সীমা বাড়ানো কথা বলা হয়।

রাজ্য নেতৃত্বকে বলা হয়েছিল দলের এক হাজার মণ্ডল কমিটি এলাকায় একটি করে সভা করতে। এছাড়া দশটি বড় সভা এবং তিনটি মেগা সভা করার কথা বলা হয়। কিন্তু বাস্তবে দেখা যায় মণ্ডলের সভা অর্ধেকও করা সম্ভব হয়নি। তবে সময়সীমা বাড়ালেও ১৫ সেপ্টেম্বরেও সব সভা শেষ করা যাবে কি না তা নিয়ে দলের অন্দরেই সন্দেহ রয়েছে।

সেবা পক্ষ পালন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে 'সেবা পক্ষ' পালন করবে বিজেপি। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। এই সেবা কর্মসূচির অঙ্গ হিসাবে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। প্রতি জেলায় কমপক্ষে ১০০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর পাশাপাশি বৃক্ষরোপন ও স্বচ্ছতা কর্মসূচিও পালন করা হবে।

বন্ধ করুন