রঙের উৎসবে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। উৎসবের আনন্দ এক নিমেষে পরিণত হল শোকে। রঙ খেলা শেষে গঙ্গায় স্নান করতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ৪ কিশোর এর মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছে ৩ জন। তাদের খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাটি ঘটেছে পানিহাটি আশ্রম ঘাটে। এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে ৩ কিশোরের পরিবারে। ঘটনার খবরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
আরও পড়ুনঃ স্কুলের ক্যাম্পাসেই জলে ডুবে মৃত্যু ছাত্রের, পরিবারের অভিযোগে ধৃত মালিক
জানা গিয়েছে, ৪ জনের বাড়ি পানিহাটি এলাকায়। আজ দেশজুড়ে পালিত হচ্ছে রঙের উৎসব। সেই উৎসবে বাকিদের মতোই মেতে উঠেছিল ওই ৪ বন্ধু । সোমবার খড়দহ থানার আশ্রম ঘাটের কাছে রঙ খেলছিল ৪ বন্ধু। রঙ খেলা শেষে আশ্রম ঘাটে গঙ্গায় তারা স্নান করতে নেমেছিল। এরপরেই ঘটে বিপত্তি। আচমকা বান চলে আসে নদীতে। তখন জলের তোড়ে একে একে ভেসে যায় ৪ বন্ধু। এর মধ্যে ১ জন কোনওভাবে সাঁতার কেটে নদী থেকে উঠে আসতে সক্ষম হয়। কিন্তু বাকিরা উঠে আসতে পারেনি।
এরপর কিশোর বাকি নিখোঁজ কিশোরদের পরিবারকে খবর দিলে তারা এসে বাকিদের খোঁজ করেন। এদিকে, ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। বাকি কিশোরদের খোঁজে গঙ্গায় নামানো হয় ডুবুরি। যদিও শেষ খবর পাওয়া অনুযায়ী এখনও পর্যন্ত নিখোঁজ কিশোরদের সন্ধান মেলেনি।
এদিন এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গঙ্গা ঘাটে ভিড় করেন স্থানীয়রা। পুলিশ সেই ভিড় নিয়ন্ত্রণ করে। জানা গিয়েছে, সকলেই পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্যামাদাস রোডের বাসিন্দা। এমন ঘটনায় উৎসবের দিনে শোকের ছায়া নেমেছে নিখোঁজ কিশোরদের পরিবারে। নিখোঁজ কিশোরদের পরিবারের সদস্যরা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, নিখোঁজ হওয়া কিশোরদের প্রত্যেকের বাড়ি গঙ্গা থেকে মাত্র ৫ থেকে ৬ মিনিট দূরত্বে অবস্থিত। রং খেলার পর সকলেই গঙ্গায় স্নান করতে নেমেছিল। তখনই বিপত্তি ঘটে। উৎসবের দিনে যে এরকম দুর্ঘটনা ঘটবে তা অনুমানই করতে পারেননি নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যরা। এমন মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন নিখোঁজ কিশোরদের মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। নিখোঁজ কিশোরদের উদ্ধারে সবরকমভাবে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।