ষাঁড়ের তাণ্ডবে ভয়ে কাঁটা নবদ্বীপ। যাঁকে সামনে পাচ্ছে, তাঁকেই গুঁতিয়ে হাসপাতালে পৌঁছে দেওয়ার অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরেই একটি প্রাপ্তবয়স্ক ষাঁড় দাপিয়ে বেড়াচ্ছে নবদ্বীপের মঙ্গলচণ্ডীতলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গুঁতিয়ে হাসপাতালে পাঠিয়েছে ষাঁড়টি। আহতদের নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। ওই ষাঁড়ের উৎপাতে বাড়ি থেকে বেরতে ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আরও অভিযোগ, পথচলতি মানুষদের উপর অতর্কিতে আক্রমণ করছে ষাঁড়টি। কেউ কিছু বুঝে ওঠার আগেই গুঁতিয়ে দিচ্ছে তাঁদের। ষাঁড়ের আক্রমণে ইতিমধ্যেই ওই এলাকার বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন ওই এলাকার ব্যবসায়ী বিশ্বনাথ সেন।
তিনি এখন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অভিযোগ, কয়েকদিন আগে বাড়ি থেকে বেরোনোর সময় অতর্কিতে তাঁর ওপর হামলা চালায় ষাঁড়টি। ধাক্কা সামলাতে না পেরে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। এরপর স্থানীয় লোকজন ও পরিবারের অন্যান্য সদস্যরা তাঁকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করান। ষাঁড়ের আক্রমণে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটার আগে স্থানীয় প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত বলে জানান বিশ্বনাথবাবু।