জমি নিয়ে বিবাদ। তার জেরে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে মেরে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েতের হরপুরের। এই ঘটনাটি কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সুফল নস্কর (৪৫)। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। ধৃতের নাম বিপদ নস্কর ওরফে ফটিক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুন: গৃহবধূকে খুন করে দেহ লুকিয়ে রাখা হল গোবর গ্যাসের ট্যাঙ্কে, ধৃত শ্বশুর–শাশুড়ি
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি জায়গা নিয়ে সুফলের খুড়তুতো এবং জেঠতুতো বোনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। শনিবার জমিতে সার দিতে গিয়ে ছিলেন সুফল। অনেকেই তাঁকে জমিতে সার দিতে দেখেছেন। এরপর ওই জমি থেকেই তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে ছুটে আসেন সুফলের পরিবারের সদস্যরা। পরে সেখানে আসে পুলিশ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ হাতুরি দিয়েই তাঁকে খুন করা হয়েছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের দেহের কাছ থেকেই ওই হাতুড়ি পড়েছিল। ঘটনায় রক্তমাখা হাতুড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, এর আগেও ফটিক তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। ফলে সেই তাঁকে খুন করতে পারে বলে অভিযোগ। এর ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। আজ ধৃতকে বারুইপুর মহকুমা তোলা হবে।
পরিবারের দাবি, তাদের মধ্যে এর আগেও ঝামেলা হয়েছে। এমনকী বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েতে সালিশি সভা হয়েছিল। তাতে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারপরেই শনিবার সুফলকে খুন করার অভিযোগ উঠল। নিহতের পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। খুন করার পর হাতুড়ি ফেলে চলে গিয়েছে আততায়ী। মমতা মণ্ডল নামে সুফলের এক আত্মীয় জানান, ‘আমার কাকা মাঠে হাতুড়ি নিয়ে যায়নি। মাঠে সার দিতে গিয়েছিল। সেখান থেকে হাতুড়িটি পাওয়া গিয়েছে। মাথায় হাতুড়ি দিয়ে জোরে আঘাত করা হয়েছে। তার জেরে মৃত্যু হয়েছে কাকার। খুনি সেখানে হাতুড়ি ফেলে পালিয়ে গিয়েছিল।’ তাঁর দাবি, যে খুন করেছে হাতুড়িতে তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। উল্লখ্য, জমিটি রাস্তার ঠিক পাশেই অবস্থিত। সুফলের আত্মীয়ের দাবি, সে ক্ষেত্রে পথ দুর্ঘটনা হলে বোঝা যেত । কিন্তু, এটি পথ দুর্ঘটনা নয় খুনের ঘটনা। অবিলম্বে এই ঘটনায় দোষীকে করে শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ইতিমধ্যে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।