বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Abdul Karim Chowdhury: 'মমতাকে তালিকা পাঠাব, না মানলে…নির্দল'নেত্রীকেই খোলা চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের

Abdul Karim Chowdhury: 'মমতাকে তালিকা পাঠাব, না মানলে…নির্দল'নেত্রীকেই খোলা চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের

আব্দুল করিম চৌধুরী, তৃণমূল বিধায়ক

উত্তরবঙ্গে ফের উসকে দিলেন নির্দলের বীজ। এবার সরাসরি নেত্রীকেই চ্যালেঞ্জ।

সবে মনোনয়পত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। আর তার মধ্যেই নির্দল প্রার্থীর তত্ত্ব উসকে দিলেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এবার নবজোয়ারে গিয়েও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় যাননি তাঁর সঙ্গে দেখা করতে। তার আগে থেকেই ফুঁসছিলেন তিনি। এবার শনিবার একেবারে নির্দল হিসাবে তাঁর অনুগামীদের দাঁড় করানোর হুঁশিয়ারি দিলেন ইসলামপুরের তৃণমূল নেতা আব্দুল করিম চৌধুরী।

তিনি এদিন সংবাদমাধ্যমের সামনে জানিয়ে দিয়েছেন, আমি বিধায়ক। এই ভোটে পঞ্চায়েত ভোটে কারা প্রার্থী হবেন সেটা তিনিই নির্ধারণ করবেন। এখানে অন্য কেউ হস্তক্ষেপ করবেন না। তিনি সাফ জানিয়েছেন, দলের প্রার্থী তালিকা তৈরি করে  মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে পাঠিয়ে দেব। তিনি যদি  আমার বাছাই করা প্রার্থীদের মনোনীত করেন তো ভালো, না করলে ওরা আমার সমর্থনে আমার প্রতিনিধি হিসাবে নির্দল থেকে পঞ্চায়েত ভোটে লড়বে। 

এমনকী প্রতিটি পঞ্চায়েতে তাঁর প্রার্থী থাকবে ও সেখান থেকে প্রার্থীদের জিতিয়ে এনে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন করা হবে বলেও তিনি জানিয়ে দেন। 

কার্যত শীর্ষ নেতৃত্বকে নিশানা করে সরাসরি চ্য়ালেঞ্জ ছুঁড়ে দিলেন আব্দুল করিম চৌধুরী। সেই সঙ্গেই ইসলামপুরে এখনও যে তিনিই শেষ কথা সেটাও কার্যত নেতৃত্বকে মনে করিয়ে দিলেন করিম চৌধুরী। 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে কার্যত গোঁজ প্রার্থীর তত্ত্বকে এদিন উসকে দিলেন আব্দুল করিম চৌধুরী। সেই সঙ্গেই এবারও যে উত্তরবঙ্গে নির্দল কাঁটায় বিদ্ধ হবে শাসকদল সেটাও কার্যত উসকে দিলেন প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। 

তবে এবারই প্রথম নয়, এর আগেও বিগতদিন বার বার পঞ্চায়েত নির্বাচনে নির্দল কাঁটায় বিদ্ধ হয়েছে শাসকদল তৃণমূল। বিগতদিনে কোচবিহারের দিনহাটা সহ জেলার বিভিন্ন গোঁজ প্রার্থীদের নিয়ে মহা বিড়াম্বনায় পড়েছিলেন তৃণমূল নেতৃত্ব। দল থেকে বহিষ্কারের হুমকি দেওয়ার পরেও তারা একেবারে অবলীলায় গোঁজ প্রার্থী হিসাবে দাঁড়িয়ে পড়েন। এনিয়ে রাজ্যস্তরের নেতারা এসে বার বার নানা হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু তারপরেও দেখা যায় তাদের আয়ত্তে আনা যায়নি। 

সেই সময় মূলত মাদার ও যুবর দ্বন্দ্বের জেরে ওই পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার দ্বন্দ্ব মেটাতে জেলায় জেলায় গিয়েছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও গোঁজের কাঁটা দূর হল না। খোদ তৃণমূল বিধায়ক এনিয়ে হুঁশিয়ারি দিলেন। সঙ্গে নেত্রীকেই খোলা চ্যালেঞ্জ। 

বাংলার মুখ খবর

Latest News

‘অবাক লাগে কেন কিছু পুরুষ স্ত্রীকে ছোটখাটো পোশাক পরার অনুমতি দেন!…’ বলছেন সানা IND vs BAN: সবসময় তাদের মধ্যে ‘ইগো’ দেখা যায়: কেন এমন বললেন দীনেশ কার্তিক? পরপর দু’বার উপড়ে দিলেন উইকেট, বাংলাদেশের বিরুদ্ধে সুপারহিট বাংলার আকাশদীপ নিজে গিয়ে দেখেছি, শোচনীয় অবস্থা, ম্যান মেড বন্যা করল ডিভিসি, মোদীকে চিঠি মমতার জগন-আমলে তিরুপতি মন্দিরের প্রসাদে পশুর চর্বি? রিপোর্ট চাইল কেন্দ্র শত ব্যস্ততার মধ্যে চটপটা কিছু খেতে মন চাইছে? ঝটপট বানিয়ে ফেলুন ডিম কোর্মা ভোট পরবর্তী হিংসা মামলা রাজ্যের বাইরে সরাতে চেয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত CBI অভিজিৎ-সন্দীপের কেলেঙ্কারি যোগ আরও গভীরে, আরজি কর কাণ্ডে নয়া 'মোড়' শ্রাবন্তীর সঙ্গে ডিভোর্স মামলা ঝুলে! নতুন প্রেমে পড়লেন নায়িকার তৃতীয় স্বামী? ডোনাল্ড ট্রাম্পের সভায় বিবস্ত্র হয়ে উত্তেজক অঙ্গভঙ্গি! ফের খবরের শিরোনামে আভা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.