বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌পাগল হয়ে যাচ্ছি এত টাকা টাকা শুনে’‌, মনোরঞ্জনের ফেসবুক পোস্টে বিতর্ক

‘‌পাগল হয়ে যাচ্ছি এত টাকা টাকা শুনে’‌, মনোরঞ্জনের ফেসবুক পোস্টে বিতর্ক

মনোরঞ্জন ব্যাপারী, তৃণমূল বিধায়ক (ফেসবুক)

একুশের নির্বাচনের আগে থেকেই নানা ফেসবুক পোস্ট করেন তিনি। টোটো–চালক হিসাবেও তাঁকে দেখেছে বলাগড়ের মানুষজন।

আবার ফেসবুকে ‘বিতর্কিত’ মন্তব্য করলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এই নিয়ে আবার শুরু হয়ে গেল রাজ্য–রাজনীতিতে চর্চা। কারণ এখানে নিজের অর্থকষ্টের কথা তুলে ধরতে গিয়ে আয়–ব্যয়ের হিসাব দিয়েছেন তিনি। আর তা নিয়েই যত চর্চা। একুশের নির্বাচনের আগে থেকেই নানা ফেসবুক পোস্ট করেন তিনি। টোটো–চালক হিসাবেও তাঁকে দেখেছে বলাগড়ের মানুষজন।

কী লিখেছেন তিনি ফেসবুক পোস্টে?‌ এদিন বলাগড়ের বিধায়ক লেখেন, ‘অসুবিধা হয়ে যাচ্ছে। যখন মানুষ আমাকে অন‍্য বিধায়কের মতো ভেবে চাঁদা নিতে দৌড়ে আসছে। মেয়ের বিয়ে দেব, টাকা দাও বলছে। কেউ এসে বলছে, কলেজে ভর্তির টাকা দাও। কেউ বলছে, ওষুধ কিনতে পারছি না, টাকা দাও। পাগল হয়ে যাচ্ছি এত টাকা টাকা শুনে।’ এখানে সবই ঠিক ছিল। কিন্তু ‘‌অন্য বিধায়কদের মতো’‌ শব্দচয়ন বিতর্ক তৈরি করেছে।

ফেসবুকে কী হিসেব দিয়েছেন বিধায়ক?‌ এখানে তিনি নিজের আয়ের কথা উল্লেখ করেছেন। বিধায়ক হিসেবে তিনি মাসিক ভাতা পান ২৭ হাজার ৫০০ টাকা। তিনটি স্থায়ী কমিটির সদস্য হওয়ায় সেখান থেকেও কিছু রোজগার হয় তাঁর। তিনি নিজের আয়ের উৎস ও টাকার অঙ্ক উল্লেখ করে লেখেন, ‘মাসে ৬টি বৈঠক হবে। চারটেতে উপস্থিত থাকা বাধ্যতামূলক। না হলে টাকা কাটা যাবে। আর উপস্থিত থাকলে ষাট হাজার টাকা মিলবে। ৬০ আর ২৭, মোট মাইনে হবে সাতাশি হাজার পাঁচশো টাকা।’ বিধায়কের এতে চলছে না বলেই বার্তা দিতে চেয়েছেন। যা এখন ভাইরাল।

কেন এই টাকায় চলছে না বিধায়কের?‌ এই বিষয়ে তিনি লেখেন, ‘গাড়ির ভাড়া আর সারাদিনের যা তেল পোড়ে, সব মিলিয়ে হাজার দুই। গাড়িচালক নেয় মাসে ১২ হাজার টাকা। আর খাই খরচ ধরে নিন আরও তিন হাজার। সিকিউরিটি দু’জনের খাওয়ার জন‍্য ধরুন আরও ৬ হাজার। আমার সংসার খরচ ধরুন দিনে পাঁচশো। মাসে পনেরো হাজার। সব মিলিয়ে হয়ে যায় ৯৬ হাজার।’ তাহলে বাড়তি অর্থের প্রয়োজন বলে তিনি মনে করেন। কিন্তু এমন প্রকাশ্য হিসেব আগে কোনও বিধায়ক দেননি।

এই পরিস্থিতিতে চা–টিফিনের খরচ চালাতে হয়। ডুমুরদহ ও জিরাটের দুই কার্যালয় সামলানোর দায়িত্ব যে দু’জনের, তাঁদেরও মাস গেলে ৬ হাজার টাকা করে দিতে হয়। তাহলে তাঁর খরচ দাঁড়াল এক লাখ ১২ হাজার থেকে এক লাখ ১৫ হাজার টাকার মতো। এই বাড়তি টাকা আসছে কোথা থেকে?‌ এই বিষয়ে তিনি লেখেন, ‘আমি আগে একটা চাকরি করতাম। যা ছেড়ে দিয়েছি। পিএফ বাবদ পেয়েছি চার লাখ টাকা। সেখান থেকে এনে বাড়তি খরচ করেছি। বইয়ের রয়্যালটি বাবদ বেশ কিছু টাকা আসে।’

বাংলার মুখ খবর

Latest News

সেমিস্টারে 'না', তবে বদল বোর্ড পরীক্ষায়, কবে থেকে? CBSE-কে নির্দেশ কেন্দ্রের অসম ও বাংলাদেশের ওপর পৃথক ২টি ঘূর্ণাবর্ত, গ্রীষ্মের তীব্র গরমে বৃষ্টির পূর্বাভাস ‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো শনিবারে এই কাজগুলি করেন না তো? শনিদেবের ক্রোধে আপনার সর্বনাশ হতে পারে নির্বাচনী পরীক্ষায় 'লেটার' পেল ত্রিপুরা, টেনেটুনে পাশ করল উত্তরপ্রদেশ ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স কাজলের ‘না বলা’ ক্রাশ ছিল অক্ষয়! এবার লন্ডনে একসঙ্গে পার্টি আরভ আর নাইসার আন্তর্জাতিক রুটে ডানা মেলতে ৩০টি নতুন A350-900 বিমান কিনছে ভারতের উড়ান সংস্থা ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল

Latest IPL News

‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.