যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে তোলপাড় হয়ে যাওয়ার পরেও রাজ্যের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজে র্যাগিংয়ের ঘটনা অব্যহত রয়েছে। এবার এক ছাত্রীকে র্যাগিংয়ের অভিযোগ উঠল ৩ ছাত্রের বিরুদ্ধে। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে র্যাগিং করার অভিযোগ উঠেছে দুই সিনিয়র ছাত্রের বিরুদ্ধে। শেষ পর্যন্ত ওই ছাত্রী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। হাসপাতালে রোগী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কাছে তিনি অভিযোগ জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুতে নয়া মোড়, ৩২ জনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ
ছাত্রীর অভিযোগ, ওই কলেজের তৃতীয় এবং চূড়ান্ত বর্ষের তিন পড়ুয়া তাকে মানসিকভাবে নির্যাতন করছে। ইন্ট্রো বা পরিচয় পর্বের নামে রীতিমতো মানসিক নির্যাতন করা হয়েছে তাকে। এমনকী দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে হস্টেলে মারধরের হুমকিও দেওয়া হয়েছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ছাত্রী। সেই কারণে শেষ পর্যন্ত তিনি বিধায়কের দরস্ত হন। ছাত্রীর অভিযোগ, শুধু তাকে নয়, সিনিয়র ছাত্ররা জুনিয়রদের নানাভাবে র্যাগিং করে থাকে।
কলেজটির আবদুল ঘাটা একাডেমি ব্লকের হস্টেলের তৃতীয় বর্ষের ছাত্রদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, হুগলির বাসিন্দা ওই ছাত্রী বিধায়কের কাছে অভিযোগ জানাতে গিয়ে কেঁদে ফেলেছিলেন। এই বিষয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, মেডিক্যালের দ্বিতীয় বর্ষের কয়েকজন পড়ুয়া তাঁর কাছে র্যাগিংয়ের অভিযোগ জানিয়েছেন। তারা নিরাপত্তার অভাববোধ করছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে বিধায়ক পুলিশ সুপারের কাছে বিষয়টি জানিয়েছেন। তিনি পর্যাপ্ত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ সুপারকে অনুরোধ করেছেন।
অন্যদিকে, রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে আজ অ্যান্টি র্যাগিং কমিটির সঙ্গে একটি বৈঠক করা হবে। বিষয়টি খতিয়ে দেখে এনিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। যদিও ছাত্রীর অভিযোগ, তিনি প্রথমে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু, কোনও লাভ হয়নি বলে অভিযোগ। তাই শেষ পর্যন্ত তিনি রোগী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যানের দ্বারস্থ হন।