হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও প্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল এবং সুনিধি চৌহান সম্প্রতি একটি বিরল সেলফি শেয়ার করেছেন। মঙ্গলবার ইনস্টাগ্রামে শ্রেয়া ও সুনিধি চৌহান একটি যৌথ পোস্ট ভাইরাল অনলাইনে, যেখানে তাঁরা বিমানের ভিতরে বসেছিলেন।
সেলফি তুলতে একসঙ্গে শ্রেয়া-সুনিধি
প্রথম ছবিতে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে হাসতে একে অপরকে জড়িয়ে ধরেছেন দু'জনে। ভ্রমণের জন্য সুনিধি পরেছিলেন সাদা-কালো শার্ট এবং শ্রেয়ার গায়ে ক্রিম রঙের শার্ট। দু'জনেরই চোখে ছিল গাঢ় রঙের সানগ্লাস। পরের সেলফিতে দুই গায়িকা করলেন পাউট। ক্যাপশনে লেখা হয়েছে, ‘এসসি এসজি ব্রেক দ্য ইন্টারনেট (হাসি মুখের ইমোজি)’। এখানে এসসি হলেন সুনিধি চৌহান ও এসজি হলেন শ্রেয়া ঘোষাল।
আরও পড়ুন: বিরাট-অনুষ্কার ‘লুকিয়ে প্রেম’ জানত শাহরুখ! ডেটিং জীবনের কোন তথ্য করলেন ফাঁস
ছবিতে প্রতিক্রিয়া জানালেন সেলেবরা
শ্রেয়ার পোস্টে সুনিধি চৌহান মন্তব্য করলেন, ‘ফ্লাইটটি দারুণ মজার ছিল!! তোমাকে ভালোবাসি’ (লাল হৃদয়ের ইমোজি)। সেই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে বিশাল দাদলানি লেখেন, ‘আমি ওই বিমানে উঠতে চাই। শুধু তোমরা কী কথা বললে তা শোনার জন্য!’ সেলিম মার্চেন্ট মন্তব্য করেছেন, ‘আমার প্রিয় দুই শিল্পী’। জোনিতা গান্ধী লিখলেন, ‘এই মন্তব্যটি পছন্দ করুন যদি আপনারা চান ২০২৪-এ তাঁদের কোলাবরেশন’। দিয়া মির্জা লিখেছেন, ‘তোমাদের দুজনকেই ভালোবাসি’।
'এক ফ্রেমে দুই রানি'র প্রশংসায় অনুরাগীরা
এক ভক্ত লিখেছেন, ‘ছবিতে আমার প্লেলিস্ট’। আরেকজন মন্তব্য করেছেন, ‘ফ্রেমে ভরে ভরে ট্যালেন্ট... আপনারা দুজনেই কিংবদন্তি এবং আমাদের প্রিয়’। তৃতীয়জন মন্তব্য করেছেন, 'এক ফ্রেমে দুই কিংবদন্তি.. কুইন অফ বলিউড।' আরেক ভক্ত লিখলেন, ‘ফ্লাইটটি নিশ্চয়ই খুব মিউজিক্যাল ছিল’।
আরও পড়ুন: আমির খানের ‘মা’-কে নিয়ে গোয়ায় গেলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান, চলছে স্টারডমের শ্যুট
সুনিধি এবং শ্রেয়ার সংগীত যাত্রা সম্পর্কে
সুনিধি তাঁর কেরিয়ারের শুরু থেকেই বড় প্রিয় ভক্তদের। ধুম মাচালে-সহ একাধিক আকর্ষণীয় গান থেকে শুরু করে সামি সামির মতো ডান্স নম্বর, সুনিধির বহুমুখী প্রতিভা নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনও জায়গাই নেই। লাইভ শো-তেও এই গায়িকার চাহিদা থাকে আকাশচুম্বী।
আরও পড়ুন: অভিষেকের ছবি বুকে নিয়ে জন্মদিন উদযাপন স্ত্রী ও মেয়ের, খেলেন ডাব চিংড়ি ও বিরিয়ানি
অন্য দিকে শ্রেয়া ঘোষাল ভারতের শীর্ষ গায়িকাদের মধ্যে একজন। বাংলা, হিন্দি-সহ একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি। পাঁচটি জাতীয় পুরস্কার এবং চারটি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার-সহ একাধিক খেতাব রয়েছে তাঁর ঝুলিতে।