বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Namkhana: রুজির টানে গিয়েছিলেন ভিন রাজ্যে, বাড়ি ফিরল পরিযায়ী শ্রমিকের নিথর দেহ

Namkhana: রুজির টানে গিয়েছিলেন ভিন রাজ্যে, বাড়ি ফিরল পরিযায়ী শ্রমিকের নিথর দেহ

মৃত যুবক। নিজস্ব ছবি 

পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন রাজেশ। অভাব অনটনের দায়ে কেরালায় কাজের উদ্দেশ্যে গিয়েছিল। সোমবার ফোন রাজেশের মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার। কাজ করতে গিয়ে লিফট থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে রাজেশের।

রুটি রুজির টানে ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন বাংলার যুবক। ভেবেছিলেন বাইরে কাজ করে পরিবারের আর্থিক দুর্দশা কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু তার আর ফেরা হল না। কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের। মৃত যুবকের নাম রাজেশ মণ্ডল। তিনি নামখানা ব্লকের হরিপুর এলাকার বাসিন্দা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন রাজেশ। অভাব অনটনের দায়ে কেরলে কাজের উদ্দেশ্যে গিয়েছিল। সোমবার ফোন রাজেশের মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার। কাজ করতে গিয়ে লিফট থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে রাজেশের। স্থানীয়রা জানান, রাজেশ যে বহুতলে কাজ করছিলেন সেই বহুতলের লিফটের একটি তার ছিঁড়ে যায়। এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে তিনতলার কার্নিশে পড়ে এবং সেখানে ধাক্কা খেয়ে নিচে পরে যায়। লিফটে যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। সহকর্মীরা তড়িঘড়ি রাজেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই খবর পরিবারের কাছে পৌঁছতেই পরিবারে নামে শোকের ছায়া নেমেছে। তার বাড়িতে মা ছাড়াও স্ত্রী এবং এক সন্তান রয়েছে। বৃহস্পতিবার তার মৃতদেহ নিয়ে আসা হয় নামখানা হরিহরপুরে। সংসার চালাতেই ভিন রাজ্যে কাজে গিয়েছিল রাজেশ এমন মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমেছে শোকের ছায়া। শোকে পাথর হয়ে গিয়েছেন তাঁর মা।

বন্ধ করুন