ক্লাবের কমিটি গঠনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার অন্তর্গত রায়পুর যাত্রিক অ্যাথলেটিক ক্লাবে। ওই ক্লাবের কমিটি গঠন নিয়ে গতকাল সন্ধ্যাবেলায় একটি বৈঠক চলছিল। সেই সময় দু পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। আর সেই ফাঁকেই দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমেছে মহেশতলা থানার পুলিশ।
ক্লাবের সদস্যদের অভিযোগ, গতকাল সন্ধ্যায় ক্লাবে কমিটি গঠন চলছিল। সিদ্ধান্ত হয়েছিল এ বছর মহিলারাই কমিটি গঠন করে ক্লাব পরিচালনা করবেন। এর পরেই ঘটে বিপত্তি। এ নিয়ে প্রথমে ক্লাবের সদস্যরা নিজেদের মধ্যে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তখন এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতী বাঁশ, হকিস্টিক প্রভৃতি নিয়ে এসে ক্লাবের সদস্যদের উপর চড়াও হয়। তারা ক্লাবের সদস্যদের মারধর পাশাপাশি ক্লাব ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছনোর পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ক্লাবের সদস্যরা।
ক্লাবের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। অনেকের মাথা ফেটে গিয়েছে। কেউ আবার শরীরের বিভিন্ন জায়গায় চোট পেয়েছেন। তাদের বেহালা বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কী কারণে তাদের উপর হামলা চালানো হয়েছিলো তা খতিয়ে দেখছে পুলিশ। একইসঙ্গে ক্লাবের সদস্যরা যে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে মহেশতলা থানার পুলিশ