বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ, নানুরে অনুব্রতর দখলদারির বিরুদ্ধে প্রতিরোধে স্থানীয়রা

জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ, নানুরে অনুব্রতর দখলদারির বিরুদ্ধে প্রতিরোধে স্থানীয়রা

নানুরে অনুব্রতর দখলদারির বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ।

অভিযোগ, বাসাপাড়ার মিলন মেলা মাঠ দখল করে নিচ্ছেন বীরভূম জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আবদুল কেরিম খান। স্থানীয়দের ভয় দেখিয়ে ওই মাঠ লিখিয়ে নিচ্ছেন তিনি। এর পিছনে রয়েছেন অনুব্রত মণ্ডল।

ফের গায়ের জোরে জমি দখলের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আবদুল কেরিম খানের বিরুদ্ধে মঙ্গলবার বীরভূমের নানুর থানা এলাকার বাসাপাড়ায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্থানীয় একটি মাঠের জমি ভয় দেখিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁদের। এর পিছনে অনুব্রত মণ্ডলের হাত রয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের একাংশের।

অভিযোগ, বাসাপাড়ার মিলন মেলা মাঠ দখল করে নিচ্ছেন বীরভূম জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আবদুল কেরিম খান। স্থানীয়দের ভয় দেখিয়ে ওই মাঠ লিখিয়ে নিচ্ছেন তিনি। এর পিছনে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর নির্দেশেই স্থানীয়দের দিয়ে জোর করে জমি লিখিয়ে নিচ্ছেন কেরিম খান। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ৪৫ বিঘা জমি ২০ – ২২ জনের কাছ থেকে লিখিয়ে নেওয়া হচ্ছে। বলে রাখি, জেলার রাজনীতিতে অনুব্রতর বিপরীত শিবিরের লোক বলে পরিচিত কাজল শেখের ঘাঁটি এই নানুর।

অভিযোগ অস্বীকার করে কেরিম খান বলেছেন, কোনও অবৈধ কাজ করা হয়নি। কিছু মাফিয়া কয়েকজন মহিলাকে জোর করে পাঠিয়ে এইসব করাচ্ছে। মেলার মাঠের এই জমি এলাকার মানুষ স্বেচ্ছায় দিয়েছেন। ট্রাস্টের নামে এই জমি দান করা হয়েছে। এই মানুষগুলোই এ নিয়ে খুব শীঘ্রই মুখ খুলবে।

 

বন্ধ করুন