মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস করায় এক চিকিৎসকের অভিযোগের প্রেক্ষিতে এক প্রযুক্তিকর্মীকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। ধৃতের নাম অভিজিৎ সাধুখাঁ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ও অভিযোগকারিনী দুজনেই কলকাতার বাসিন্দা। অভিযোগকারিনী নয়েডার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক। তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। অভিযুক্ত অভিজিৎ সাধুখাঁ গুরুগ্রামে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করেন। অভিযোগকারিনীর দাবি, নিজেকে অবিবাহিত বলে দাবি করে তাঁর সঙ্গে দিল্লিতে সহবাস শুরু করেন অভিজিৎ। তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন।
সম্প্রতি তাঁরা ২ জনেই কলকাতায় ফেরেন। এর পর তরুণী জানতে পারেন তাঁর সহবাসসঙ্গী অভিজিৎ বিবাহিত। এমনকী তাঁর সন্তানও রয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা চিকিৎসক। শনিবার বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেন তিনি। এছাড়া অভিযোগকরিনীর দাবি, অভিজিৎ তাঁর কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়েছিলেন, যা আজও ফেরত দেননি।
অভিযোগ পেয়ে রবিবার বিরাটির বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে।