বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Tea garden reopened: প্রশাসনের তৎপরতায় খুলে গেল আটিয়াবাড়ি চা বাগান, খুশি ১২০০ শ্রমিক

Tea garden reopened: প্রশাসনের তৎপরতায় খুলে গেল আটিয়াবাড়ি চা বাগান, খুশি ১২০০ শ্রমিক

খুলল চা বাগান (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)

চা শ্রমিকদের বাড়ি মেরামত, বেতন বৃদ্ধি, বকেয়া মেটানো সহ একাধিক দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন শ্রমিকরা। তারফলে চা বাগানের কাজ ব্যহত হচ্ছিল। সেই অবস্থায় শুক্রবার আচমকা চা বাগান ছেড়ে চলে যান ম্যানেজার। ফলে ম্যানেজার না থাকায় শনিবার কাজ বন্ধ থাকে।

বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরেই কালচিনির আটিয়াবাড়ি চা বাগানে অচলাবস্থা চলছিল। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে কাটল সেই অচলাবস্থা। জানা যাচ্ছে রবিবার থেকে ফের চা বাগান স্বাভাবিক হয়েছে। শুক্রবারই চা বাগান ছেড়ে চলে গিয়েছিলেন ম্যানেজার। তবে স্থানীয় প্রশাসন তৎপরতার সঙ্গে মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসে। সেই বৈঠকের পরেই চা বাগানের অচলাবস্থার বরফ গলে। সামনেই দুর্গাপুজো। তার আগে চা বাগান বন্ধ হতে বসায় স্বাভাবিকভাবে চিন্তিত ছিলেন শ্রমিকরা। তবে আবার চা বাগান খুলে যাওয়ায় খুশি চা বাগানের ১২০০ জন শ্রমিক ও তাঁদের পরিবার।

আরও পড়ুন: চা বাগানের জমি প্রোমোটারদের হাতে তুলে দিচ্ছে TMC, ধূপগুড়িতে অভিযোগ শুভেন্দুর

প্রসঙ্গত, চা শ্রমিকদের বাড়ি মেরামত, বেতন বৃদ্ধি, বকেয়া মেটানো সহ একাধিক দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন শ্রমিকরা। তারফলে চা বাগানের কাজ ব্যহত হচ্ছিল। সেই অবস্থায় শুক্রবার আচমকা চা বাগান ছেড়ে চলে যান ম্যানেজার। ফলে ম্যানেজার না থাকায় শনিবার কাজ বন্ধ থাকে। চা শ্রমিকরা কাজে গেলেও ম্যানেজার না থাকায় চা বাগান বন্ধ থাকে। ফলে বাধ্য হয়েই শ্রমিকদের ফিরে যেতে হয়। বিষয়টির খবর পেয়েই তৎপরতার সঙ্গে স্থানীয় বিডিও প্রশান্ত বর্মন চা বাগানের শ্রমিক এবং মালিক পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। বিডিও ম্যানেজারের সঙ্গে ফোনে কথা বলেন। এরপরেই জট কাটে। চা বাগান সূত্রে জানা গিয়েছে, ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে কাঁচা চা পাতা ছিল। শ্রমিকরা কাজে যোগ দিলে সেখানে চা পাতা তৈরির কাজ শুরু হয়।  শ্রমিকদের অভিযোগ, তাঁদের মজুরি দৈনিক ১৮ টাকা বাড়ানোর কথা থাকলেও তা বাড়ানো হয়নি, বাড়িও মেরামত করা হচ্ছে না। 

মূলত এই সমস্ত দাবি দাওয়া নিয়ে চা শ্রমিকদের সঙ্গে মানিকপক্ষের বিরোধ চলছে বেশ কয়েক মাস ধরে। কিন্তু, শুক্রবার হঠাৎ করে ম্যানেজার চা বাগান ছেড়ে চলে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন শ্রমিকরা। যেহেতু সামনে পুজো তাই এই অবস্থায় অনিশ্চয়তার মুখে পড়েছিলেন তাঁরা। শনিবার চা বাগানের কাজ না হওয়ায় তাঁরা আরও দুশ্চিন্তার মধ্যে পড়েন। এই অবস্থায় যেভাবে তড়িঘড়ি বৈঠকে সমাধান সূত্র বেরিয়ে আসে তাতে খুশি শ্রমিকরা। প্রসঙ্গত, শ্রমিকদের অভিযোগ ছিল চা বাগান বন্ধের আগে কোনও নোটিশ দেওয়া হয়নি। সে অভিযোগ কার্যত স্বীকার করে নেন ম্যানেজার। তিনিও জানান চা বাগান বন্ধের জন্য নোটিশ দেওয়া হয়নি। তবে সেই সমস্যার সমাধান হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

এবার আসছে নয়া কর সিস্টেম, এলাকাভিত্তিক সম্পত্তি কর পুরসভায়, কবে থেকে চালু? মমতার উৎসবে ফেরার বার্তায় ‘না’, স্বস্তিকা-কিঞ্জলদের ছবি বয়কটের ডাক ছাত্রনেত্রীর বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা, কৃষ্ণ কল্যাণী সরলেন কেন? ‘দেবাংশু, আমার প্রিয় আইসক্রিম’, তৃণমূল নেতাকে চরম ট্রোল করলেন CPIM-র শতরূপ! INDI জোট নাকি INDIA জোট… কোনটা ঠিক? US-এ রাহুল উত্তর দিতেই মশকরার মুডে বিজেপি কাশ্মীরে কী যে ভয় লাগছিল!মন্ত্রী থাকার সময়ের অভিজ্ঞতা জানিয়েই দিলেন কংগ্রেস নেতা নাইট তারকার হাতে বাগডোর, বুধবার ইংল্যান্ডের হয়ে T20 অভিষেক হচ্ছে তিন ক্রিকেটারের ‘‌টালা থানায় তিনজন এফআইআর‌ দেখতে এসেছিল’‌, আরজি কর কাণ্ডে নির্যাতিতার বন্ধুরদাবি দুধ চা খান? একটু বেশি খেয়ে ফেললেই কী মারাত্মক ক্ষতি হতে পারে, ভাবতে পারবেন না আরজি কর নিয়ে আর কোনও বিবৃতি নয়, বলবেন শুধু মমতা, নির্দেশ মন্ত্রিসভার বৈঠকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.