সিবিআই-এর ডাকে দ্বিতীয়বার নিজাম প্যালেসে হাজির হলেন বিধায়ক অদিতি মুন্সির স্বামী কাউন্সিলর তথা বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। বুধবার সকাল ১১টা নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য হাজির হন দেবরাজ। এর আগের জিজ্ঞাসাবাদে কাউন্সিলরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি আনতে বলা হয়। সেই নথি নিয়েই তিনি নিজাম প্যালেসে হাজির হয়েছেন বলে সূত্রে জানা গিয়েছে।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে এর আগে গত বৃহস্পতিবার দেবরাজ ও কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করে সিবিআই। গত বৃহস্পতিবার তাঁদের প্রায় সাড়ে সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সেই জিজ্ঞাসাবাদের পর সেদিন বেরিয়ে এসে দেবরাজ চক্রবর্তী বলেন, ‘ওরা আমাদের বাড়ি থেকে কিছু নথি পায়েছে। সেই নথির উপর দাঁড়িয়ে কিছু তথ্য নিয়ে স্পষ্ট হতে চেয়েছেন তদন্তকারী অফিসাররা। আর কিছু নথি ওরা চেয়েছেন। সেই নথি আগামী ৩১ জানুয়ারি এসে দিয়ে যাব। ’ সেই মতো এদিন সকালে সিবিআই অফিসে হাজির হন দেবরাজ।
প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে দেবরাজ-অদিতির বাড়ি তল্লাশি চালায় সিবিআই। অদিতি মুন্সির গানের স্কুলেও তল্লাশি চালানো হয়। সেই সময় বেশ কিছু নথি উদ্ধার হয় তাঁদের বাড়ি থেকে। এর মধ্যে কয়েকটি মার্কশিট এবং বদলির আবেদনপত্রও ছিল। সেগুলি বাজেয়াপ্ত করে সিবিআই।
যদিও সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, ২৫ ডিসেম্বর তাঁকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তা ছিল প্রাথমিক পর্যায়ে। বিশেষ কোনও নথি ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তার বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি নিয়েই বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
এছাড়া সিবিআই আধিকারিকদের দাবি অন্যদের জিজ্ঞাসাবাদ করার সময় দেবরাজ চক্রবর্তীএবং বাপ্পাদিত্য দাশগুপ্তের নাম উঠে আসে। তাদের সঙ্গে কী ভাবে জড়িত তাও এদিন জানতে চাওয়া হতে পারে।
পড়ুন আরও প্রতিবেদন
শাহজাহানকে ‘স্বাধীনতা সংগ্রামী’র সঙ্গে তুলনা শোভদেবের, ‘ভদ্রলোক’ আখ্যা পার্থর
বসিরহাটের তৃণমূল নেতা শেখ শাহজাহান না থেকেও আছেন। এর আগে তাঁর দাপট দেখা যেত শুধুমাত্র বসিরহাটেই। তবে এখন তাঁর প্রভাব ছড়িয়ে পড়েছে বাংলার রাতনীতি জুড়ে। ইডির ওপর হামলায় উস্কানি, রেশন দুর্নীতির মতো মামলায় অভিযুক্ত শাহজাহান অবশ্য পলাতক বিগত প্রায় চার সপ্তাহ ধরে। এরই মাঝে এবার রাজ্যের মন্ত্রী তথা খড়দার তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বিতর্কিত মন্তব্য করে বসলেন শাহজাহানকে নিয়ে। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, 'ব্রিটিশ সাম্রাজ্যবাদে ব্রিটিশরা অনেক স্বাধীনতা সংগ্রামীকেই খুঁজে পায়নি। এখনও বহু রাজ্যে অনেক অপরাধী ঘুরে বেড়াচ্ছে। সব সময় যে তাদের খুঁজে পাওয়া যাবে, এমন কোনও মানে নেই। তবে এখন অনেক অত্যাধুনিক প্রযুক্তি বেরিয়েছে। সেগুলির দ্বারা যদি খুঁজে পাওয়া যায়।'
পড়ুন প্রয়াত অতীন ঘোষের মা, পুজোর সময় শাড়িতে আগুন লেগে ভরতি হয়েছিলেন হাসপাতালে
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কলকাতার ডেপুটি মেয়র তথা তৃণমূল বিধায়ক অতীন ঘোষের মা। অগ্নিদগ্ধ অবস্থায় বিগত বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভরতি ছিলেন তিনি। তবে কঠিন লড়াই চালিয়েও জীবনযুদ্ধে শেষ পর্যন্ত জিততে পারেননি অতীনের মা গীতা ঘোষ।