বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‌জোট করেও গোহারা হারল বাম–বিজেপি, দাসপুর সমবায় নির্বাচনে বিপুল জয় তৃণমূলের

‌জোট করেও গোহারা হারল বাম–বিজেপি, দাসপুর সমবায় নির্বাচনে বিপুল জয় তৃণমূলের

সব আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস।

ফলাফল প্রকাশ্যে আসতেই সবুজ আবিরে ঢেকে গেল রাতের গ্রামবাংলার পথ। বিরোধীরা তখন চিৎকার করতে শুরু করে দিয়েছেন। তবে বিরোধীরা রীতিমতো গড়মিলের অভিযোগ তুলতে শুরু করেন। তাতে অবশ্য বিশেষ কোনও লাভ হয়নি। তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে নির্বাচনে কারচুপি করেছে বলে অভিযোগ তুলতে থাকেন বিরোধীরা।

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বাম–বিজেপি জোটকে গোহারা হারাল তৃণমূল কংগ্রেস। রাম–বাম জোট কাজ করল না সমবায় নির্বাচনে। তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতেই এই জোট তৈরি করা হয়েছিল। কিন্তু তারপরেও জিততে পারল না এই জোট। ফলে সমবায় নির্বাচনে মুখ পুড়ল দুই দলের বলে মনে করা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে এমন হার প্রভাব ফেলবে ভোটবাক্সে বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কাছে কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গেল বিরোধী জোট। তার জেরে বিরোধী শূন্য হয়ে গেল সমবায় সমিতি।

যদিও এই পরাজয় মেনে নিতে পারছেন না বাম–বিজেপি জোটের নেতারা। বরং তাঁরা এই সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটার চুরির অভিযোগ তুলেছেন। যা নিয়ে এখন জেলায় সবাই হাসছেন। গতকাল, রবিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১ ব্লকের পার্বতীপুরে রবিদাসপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে সকাল–রাত পর্যন্ত ছিল টানটান স্নায়ুর লড়াই। কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই নির্বাচন হয়। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেওনি। তারপরেও হেরে গিয়েছে রাম–বামের জোট।

আর কী জানা যাচ্ছে?‌ এই সমবায় নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল ৪৮। তৃণমূল কংগ্রেস যেখানে ৪৮টিতে প্রার্থী দিয়েছিল। সেখানে বাম–বিজেপির জোট করেও সমস্ত আসনে প্রার্থী দিতে পারেনি। ৪১টি আসনে প্রার্থী দিয়ে গোহারা হেরে গিয়েছে এই জোট। যদিও তাঁদের এই জোটের কথা প্রকাশ্যে স্বীকার করছেন না কেউ। এরপর রাত পর্যন্ত নির্বাচন হয়। তারপর ফলাফল প্রকাশ হতেই সবুজ আবিরে ঢেকে যায় দাসপুর। তখন প্রার্থী চুরির অভিযোগ করেন তাঁরা। ‘সমবায় বাঁচাও মঞ্চ’–এর ব্যানারে প্রার্থী দিয়েছিল তাঁরা। ভোটের ফল বেরোতেই দেখা যায়, সব আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। একটি আসনও পায়নি জোট।

তারপর ঠিক কী ঘটল?‌ ফলাফল প্রকাশ্যে আসতেই সবুজ আবিরে ঢেকে গেল রাতের গ্রামবাংলার পথ। বিরোধীরা তখন চিৎকার করতে শুরু করে দিয়েছেন। তবে বিরোধীরা রীতিমতো গড়মিলের অভিযোগ তুলতে শুরু করেন। তাতে অবশ্য বিশেষ কোনও লাভ হয়নি। তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে নির্বাচনে কারচুপি করেছে বলে অভিযোগ তুলতে থাকেন বিরোধীরা। এই অভিযোগ খারিজ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের দাবি, জোট কোন প্রভাব ফেলতে পারেনি। তার কারণ মানুষ জানে এলাকার কাজ করে তৃণমূল কংগ্রেস।

বাংলার মুখ খবর

Latest News

গুরুগ্রামে Wrong Side দিয়ে আসা SUVর ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু,জামিন নিয়ে প্রশ্ন ‘আমি জনসমক্ষে স্নানও করেছি…’,আবির-ঋতাভরীর রোম্যান্সে ভরা বহুরূপীর ‘আজ সারা বেলা’ টালা থানার প্রাক্তন ওসির পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই, জমা পড়ল আবেদন দেবাংশুর পুরুষত্ব নিয়ে প্রশ্ন মৌসুমীর! বদন বিগড়েছে নিয়ে টলিউডকে জবাব TMC নেতার ‘চিনের বাজারে আরও ভারতীয় পণ্যকে..’ ভিসা সহ একাধিক ইস্যুতে কৌশলী চিনা রাষ্ট্রদূত যৌন হেনস্থার অভিযোগ তোলেন মডেল, এবার শোনা যাচ্ছে বিয়ে ভাঙার কথা, কী বলছেন জয়জিৎ? এটা কী করলেন কোহলি? নিলেন না রিভিউ, আউট না হয়েও আউট হলেন! রেগে লাল রোহিত শর্মা গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল, পুজোর আগেই জেলমুক্তি কেষ্টর সতীর অধঃওষ্ঠ থেকে নাম অট্টহাস! বর্ধমানের জঙ্গলঘেরা এই মন্দিরে পৌঁছবেন কীভাবে? এক্সপ্রেসওয়েতে গর্তের দায় ইঁদুরের ঘাড়ে চাপিয়েছিলেন কর্মী, চাকরি গেল এবার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.