নাগাড়ে বৃষ্টি উত্তরবঙ্গকে ভাসিয়ে দিয়েছে। ধস, জলমগ্ন থেকে দৃশ্যমানতা সব সমস্যাই দেখা গিয়েছে উত্তরের আকাশে। তার জেরে ব্যাপক প্রভাব পড়েছে বাগডোগরা উড়ান পরিষেবায়। বাতিল হচ্ছে একাধিক ফ্লাইট। এই পরিস্থিতিতে ভুগছেন উত্তরবঙ্গের সাধারণ মানুষ থেকে পর্যটকরা। বিমান পরিষেবা ব্যাহত হলে বাণিজ্যে ক্ষতি দেখা দিচ্ছে।
সমস্যা নিয়ে কে চিঠি লিখলেন? বর্ষায় এই সমস্যা প্রত্যেকবার দেখা দেয়। তাই এই সমস্যার সমাধান চেয়ে এবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আর তাতেই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
ঠিক কী সমস্যা বাগডোগরায়? উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলছে কয়েকদিন ধরে। তার জেরে দৃশ্যমানতা কমে গিয়েছে বাগডোগরায়। বিপর্যস্ত হয়ে পড়েছে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের পরিষেবা। বাগডোগরা বিমানবন্দর সূত্রে খবর, দৃশ্যমানতা কমে যাওয়ায় গত ২৬ থেকে ২৯ জুন পর্যন্ত চারদিনে ৮০টি বিমান পরিষেবা বাতিল করতে হয়েছে। এমনকী যে কয়েকটি বিমান ওঠানামা করেছে সেগুলিতেও বিস্তর দেরি হয়েছে।
ঠিক কী লেখা হয়েছে চিঠিতে? এই সমস্যা নিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানে তিনি লিখেছেন, ‘গত দু’দিনে বাগডোগরা বিমানবন্দর থেকে বিমান পরিষেবা বাতিল করতে হয়েছে। এমনকী অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই সমস্যার সমাধান প্রয়োজন। এয়ারফোর্স কেন বন্ধ করল এই পরিষেবা? সেটা সমাধানে কেন্দ্রের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা করুন।’